AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উধাও উর্বশী!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:৩৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
উধাও উর্বশী!

দিন দুই আগে তিনিই বড় মুখ করে সমালোচনা করেছিলেন ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়ার। ইউটিউবার সম্প্রতি অশালীন মন্তব্যের কারণে বিতর্কে জড়িয়েছেন। দুই দিন যেতে না যেতেই নতুন করে বিতর্কের কেন্দ্রে উর্বশী রৌতেলা! নেপথ্য কারণ আবারও তার আগামী ছবি ‘ডাকু মহারাজ’। এই ছবিতে ৬৪ বছরের অভিনেতা নন্দমুরি বালকৃষ্ণের সঙ্গে উত্তেজক নাচ নেচে সমালোচিত অভিনেত্রী। কিন্তু সে ছবির পোস্টারে নাকি দেখাই যাচ্ছে না তাকে। 

অভিনেত্রী জানেন সে খবর? সে কথা অবশ্য জানা যায়নি। তবে অশ্লীল নাচই যে এর মূল কারণ, এমনটাই ধারণা করছেন সিনেবোদ্ধারা। অথচ ছবিতে জ্বলজ্বল করছেন নন্দমুরি। যার সঙ্গে নেচে বিতর্কে জড়ালেন অভিনেত্রী তার গায়ে কিন্তু একটুও আঁচড় লাগেনি। এ দিকে খবর ছড়াতেই নানা মুনির নানা মত। কারও ধারণা, পুরোটাই প্রচারের চমক। একটি নাচ মুক্তির আগেই ছবিকে এক ধাক্কায় ১৫০ কোটি ক্লাবে পৌঁছে দিয়েছে। উবর্শী এখন তুরুপের তাস। তার মন্তব্য আর ‘দাবিড়ি দিবিড়ি’ নাচ ছবিকে প্রতি মুহূর্তে অক্সিজেন জোগাচ্ছে। তাই হয়তো আরও একবার তাকে নিয়েই নতুন প্রচার সারলেন ছবির নির্মাতা। 

কয়েক জন বিষয়টিকে এত সহজ ভাবে দেখতে রাজি নন। তাদের পাল্টা যুক্তি, সম্প্রতি রণবীরের অনুষ্ঠান বাতিল করেছেন অভিনেত্রী। কারণ তার অশালীন কৌতুক। সেই প্রসঙ্গ টেনেই তাদের কটাক্ষ, অভিনেত্রীও ইউটিউবারের মতোই অশ্লীলতা দোষে দুষ্ট। সেই কারণেই সম্ভবত ছবির পোস্টার থেকে বাদ পড়লেন তিনি!

একুশে সংবাদ/ এস কে

Link copied!