AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভক্তদের বিয়ের দাওয়াত দিলেন মেহজাবীন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:২৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
ভক্তদের বিয়ের দাওয়াত দিলেন মেহজাবীন

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সম্প্রতি তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য একটি বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন। বর্তমানে মিডিয়াতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এদিকে গত কয়েকদিন ধরে নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিয়ের খবর ছড়িয়ে বেড়াচ্ছে। যদিও দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের গুঞ্জন ছিল। 

সোমবার (১৭ই ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন মেহজাবীন। মেহজাবীনের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই যেমন নানা আলোচনা ও চর্চা শুরু হয়েছে এবং বিয়ের দাওয়াত পাওয়ার জন্য অপেক্ষা রয়েছেন ইন্ডাস্ট্রির অনেক সহকর্মীই।সহকর্মীদের নেমন্তন্নের অপেক্ষা থাকলেও শুভ কাজ সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছেন অভিনেত্রীর শুভাকাঙ্ক্ষীরা। তবে ঠিক কবে বা কোথায় বিয়ের অনুষ্ঠান হবে এ ব্যাপারে কিছুই জানাতে চাননি তিনি। 

আগামী ২৩শে ফেব্রুয়ারি গায়ে হলুদ এবং ২৪শে ফেব্রুয়ারি বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে মেহজাবীন নিজে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। বিষয়টি মেহজাবীন ও রাজীবের ঘনিষ্ঠজন নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যমকে। তবে এটি তার ব্যক্তিগত বিয়ের নয়, বরং তার নতুন সিনেমা ‍‍`নীল সুখ‍‍` দেখার আমন্ত্রণ। সিনেমাটিতে তিনি ‍‍`অর্পা‍‍` চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তার সহশিল্পী ফররুখ আহমেদ রেহান ‍‍`মারুফ‍‍` চরিত্রে অভিনয় করেছেন।

পরিচালক ভিকি জাহেদের পরিচালিত সিনেমা ‍‍`নীল সুখ‍‍` এবং এটি বর্তমানে বিঞ্জ-এ স্ট্রিমিং হচ্ছে। ভক্তরা ‍‍`নীল সুখ‍‍` সিনেমাটি উপভোগ করার পাশাপাশি মেহজাবীনের ব্যক্তিগত জীবনের সুখবরের জন্যও অপেক্ষা করছেন।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!