AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বয়স নয়, কাজই আসল: রুনা খান


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:৪৯ পিএম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
বয়স নয়, কাজই আসল: রুনা খান

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান সবসময় অকপট বক্তব্যের জন্য পরিচিত। বয়স নিয়ে যেখানে অনেকেই রাখঢাক করেন, সেখানে রুনা খান বরাবরই নিজেকে গর্বের সঙ্গে উপস্থাপন করেন। তার মতে, বয়স লুকানোর কিছু নয়, বরং এটি উদযাপনের বিষয়। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে রুনা খান বলেন, "বয়স তো একটা স্বাভাবিক বিষয়। এটা লুকিয়ে কী হবে? একজন মানুষের অভিজ্ঞতা, আত্মবিশ্বাস ও দক্ষতা বয়সের সঙ্গে বাড়ে। তাই আমি মনে করি, বয়স লুকানোর কিছু নেই, বরং প্রতিটি বয়সের আলাদা সৌন্দর্য রয়েছে।"

তাকে প্রায়ই বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে তুলনা করা হয়। তবে এ নিয়ে রুনা খান স্পষ্ট বক্তব্য দিয়েছেন, "তুলনা করার মানে কী? প্রতিটি শিল্পীই আলাদা এবং তার নিজস্ব কাজের মাধ্যমে মূল্যায়িত হওয়া উচিত। জয়া আপা দুর্দান্ত একজন শিল্পী, তার কাজ ও অর্জন অনুপ্রেরণাদায়ক।"

এছাড়া, বয়স নিয়ে সমালোচনা বা চর্চাকে একেবারেই গুরুত্ব দেন না রুনা। তার ভাষায়, "যারা কাজ দেখেন, তারা মূল্যায়ন করবেন। কেউ পছন্দ করবেন, কেউ করবেন না। কিন্তু গঠনমূলক সমালোচনা করলে সেটি কাজে লাগে। আমি বরাবরই সেটাকে স্বাগত জানাই।"

অভিনয়ে দীর্ঘ সময় ধরে কাজ করেও এখনও নতুন কিছু করার চেষ্টায় আছেন রুনা খান। তার মতে, বয়স কোনও সীমাবদ্ধতা নয়, বরং এটি আরও ভালো কাজের অনুপ্রেরণা দেয়। "যতদিন পারব, ভালো কাজ করে যেতে চাই। কারণ, বয়স নয়, কাজই আসল পরিচয়।"

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!