AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তৃতীয়বারের মতো ভাঙল হৃদয় খানের সংসার


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:৩০ পিএম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
তৃতীয়বারের মতো ভাঙল হৃদয় খানের সংসার

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান কর্মজীবনের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন, বিশেষ করে তার বিয়ে ও বিচ্ছেদ নিয়ে। তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছিলেন ২০১৭ সালে, কিন্তু সেই সংসারও টিকল না। তৃতীয় স্ত্রী হুমায়রা বিরক্ত হয়ে হৃদয় খানকে ডিভোর্স দিয়েছেন।

জানা গেছে, বিয়ের কয়েক বছর পর হৃদয়ের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন হুমায়রা। অনেক আগেই তাদের ডিভোর্স হয়ে গেলেও বিষয়টি গোপন রেখেছিলেন হৃদয় ও তার পরিবার।

বিচ্ছেদের খবর প্রকাশ্যে এলে হৃদয় খান বলেন, “বিষয়টি খুবই সংবেদনশীল, আপাতত এ নিয়ে কিছু বলতে চাই না।”২০১৫ সালের ১ আগস্ট জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করেছিলেন হৃদয় খান। তবে, এক বছরও টেকেনি সেই সম্পর্ক। ২০১৬ সালের ৬ই এপ্রিল তাদের ডিভোর্স হয়ে যায়।

এরপর ২০১৭ সালের ১০ই সেপ্টেম্বর হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান। পারিবারিক আয়োজনে হওয়া এই বিয়ের কিছুদিন পর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বিবাহোত্তর সংবর্ধনাও হয়েছিল।

এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো পূর্ণিমা আক্তার নামে এক নারীকে বিয়ে করেছিলেন হৃদয় খান। কিন্তু সেই সম্পর্কও ছয় মাসের বেশি টেকেনি।

তিনবার বিয়ের পিঁড়িতে বসেও সংসার টিকিয়ে রাখতে ব্যর্থ হয়েছেন হৃদয় খান। ব্যক্তিজীবনের এই আলোচনার মধ্যেও সংগীত ক্যারিয়ারে নতুন কিছু উপহার দেওয়ার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!