AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২৯ বছর পর হেনাকে খুঁজচ্ছেন বাপ্পারাজ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:১৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
২৯ বছর পর হেনাকে খুঁজচ্ছেন বাপ্পারাজ

১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ঢালিউডের সুপারহিট সিনেমা ‘প্রেমের সমাধি’-র এক দৃশ্য নতুন করে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বাপ্পারাজ ও শাবনাজ অভিনীত সিনেমাটির সংলাপ “চাচা, হেনা কোথায়?” নেটিজেনদের মাঝে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। 

সিনেমার সেই দৃশ্যে দেখা যায়, দীর্ঘদিন পর নায়ক বকুল (বাপ্পারাজ) তার প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়ি সাজানো দেখতে পান। তিনি হেনার বাবাকে প্রশ্ন করেন, “চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়?।” উত্তরে চাচা জানান, “হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’’ এরপর বকুল আবেগে ভেঙে পড়েন, আর ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে জনপ্রিয় গান “প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার সেই সংলাপটি এখন ট্রেন্ডিং এ, আর এই নিয়ে এক মজার ভিডিও বানিয়েছেন অভিনেত্রী শাবনাজের স্বামী তথা জনপ্রিয় চিত্রনায়ক নাঈম।

ভিডিওতে দেখা যায়, বাপ্পারাজ, নাঈম, শাবনাজসহ আরও কয়েকজনকে। সেখানে বাপ্পারাজ এবার নাঈমকে জিজ্ঞেস করেন, “নাঈম ভাই, হেনা কোথায়?” জবাবে নাঈম মজার ছলে বলেন, “বাপ্পা, তুমি অনেক দেরি করে ফেলেছো! হেনার সঙ্গে আমার অনেক আগেই বিয়ে হয়ে গেছে!”

এই ভিডিও দেখে নেটিজেনরা দারুণ মজা পেয়েছেন এবং কমেন্টে হাস্যরসাত্মক প্রতিক্রিয়া দিচ্ছেন।

উল্লেখ্য,‘প্রেমের সমাধি’ সিনেমাটির পরিচালক ছিলেন ইফতেখার জাহান। সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্যে ছিলেন দেলোয়ার জাহান ঝন্টু। ২৯ বছর পরও এই সিনেমার সংলাপ যে দর্শকদের মনে গেঁথে আছে, সেটাই প্রমাণ করলো নতুন করে এই ভাইরাল ট্রেন্ড!

একুশে সংবাদ/ এস কে

Link copied!