বলিউড বাদশা শাহরুখ খানের বাড়িতে এক সময় নিয়মিত গান করতেন ডিজে অকিল। তিনি প্রতি রাতে গান বাজিয়ে ৩০-৪০ হাজার টাকা পেতেন।
ডিজে অকিলের প্রকাশ্যে আনা এই তথ্যগুলি বলিউডের পুরনো দিনের পার্টি সংস্কৃতির এক ঝলক তুলে ধরেছে। সে সময় সোশ্যাল মিডিয়ার অনুপস্থিতি তারকাদের ব্যক্তিগত জীবনকে অনেকটাই আড়ালে রাখত। ফলে তারা অবাধে মিশতেন, আনন্দ করতেন। বলিউড অভিনেতা সালমন খান, শাহরুখ খান, অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন থেকে শুরু করে আমির, হৃতিক সকলেই সেই সময়ের পার্টিগুলির নিয়মিত মুখ ছিলেন।
ডিজে অকিলের মতে, সোশ্যাল মিডিয়ার আগমনের পরে তারকাদের ব্যক্তিগত মুহূর্তগুলি ক্যামেরাবন্দি হওয়ার ভয়ে এই ধরনের জমায়েত বন্ধ হয়ে যায়। বর্তমানে তারকারা তাদের ব্যক্তিগত সময়ও খুব সাবধানে কাটান, যাতে কোনও তথ্য ভুলভাবে উপস্থাপন না হয়। একটা সময়ে যে স্বাধীনতায় তারা আনন্দ উপভোগ করতেন তা এখন প্রযুক্তির কারণে অনেকটাই হারিয়ে গেছে।
ডিজে অকিলের এই স্মৃতিচারণ বলিউডের সোনালী অতীতের গল্প। যখন তারকারা নিজেদের মতো করে পার্টি করতেন এবং আনন্দ করতেন যা এখন শুধুই স্মৃতির পাতায় বন্দি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :