বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জুলাই অভ্যুত্থানের চেতনায় আয়োজিত হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’। আগামী ২২শে ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলা মাঠে অনুষ্ঠিত হবে এই ওপেন এয়ার কনসার্ট। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং কয়েক লাখ মানুষ এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।
এই কনসার্টের প্রধান আকর্ষণ নগর বাউল জেমস, যিনি তার জনপ্রিয় গান দিয়ে দর্শকদের মাতাবেন। এছাড়াও মঞ্চে পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ডগুলো। যেমন: চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল এবং সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান সহ আরও অনেকে।
বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে রাদমান হোসেন অনুপ বলেন, "জুলাই আন্দোলনের বিজয়ের ছয় মাস পূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচি পালিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্ট আয়োজন করা হয়েছে, যেখানে দেশের সেরা শিল্পীরা স্বাধীনতার চেতনার সুরে সবাইকে একত্র করবেন।"
তিনি আরও বলেন, "এই কনসার্ট শুধু সুরের নয়, এটি স্বাধীনতার চেতনার পুনর্জাগরণ। ২২শে ফেব্রুয়ারির প্রতিটি গান হয়ে উঠবে পরিবর্তনের হাতিয়ার।"
আয়োজকদের মতে, এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। কনসার্টের ভেন্যুতে নিরাপত্তার বিষয়েও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে সবাই নিরাপদে গান উপভোগ করতে পারেন।
উল্লেখ্য, কনসার্টটি সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকবে এবং ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।প্রস্তুত থাকুন, সুরের জগতে ডুবে যেতে এবং জুলাই অভ্যুত্থানের চেতনায় নতুন করে জেগে উঠতে!
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :