AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অরিজিৎ সিংয়ের কনসার্টে বাবার কল


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:৪৪ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
অরিজিৎ সিংয়ের কনসার্টে বাবার কল

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং শুধুমাত্র তার অসাধারণ কণ্ঠের জন্যই নয় বরং সহজ-সরল জীবনযাপন ও পারিবারিক দায়িত্ববোধের জন্যও ভক্তদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। তিনি যতোই বড় তারকা হোন না কেন, ব্যক্তিজীবনে রয়ে গেছেন আগের সেই সাধারণ মানুষটিই।  

চণ্ডীগড়ের একটি কনসার্টে সম্প্রতি অরিজিৎ সিংয়ের এক মিষ্টি মুহূর্ত নজর কাড়ে সবার। মঞ্চে গান পরিবেশন করার সময় হঠাৎ তার মোবাইলে আসে বাবার ভিডিও কল। কোনো তারকা অহংকার নয় বরং বাবার কলটি সঙ্গে সঙ্গেই ধরেন তিনি।

অরিজিৎ কল রিসিভ করে বাবাকে শুধু নিজেরাই দেখেননি বরং মঞ্চে উপস্থিত হাজারো দর্শককেও ফোনের স্ক্রিন ঘুরিয়ে দেখান। দর্শকদের উদ্দেশ্যে মৃদু হেসে বলেন, ‘ভিডিও কলে আমার বাবা।’

এই চমৎকার মুহূর্তটি অনেকে নিজেদের ফোনে রেকর্ড করেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। দ্রুতই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখে নেটিজেনরা অরিজিৎ এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় ভরিয়ে দেন মন্তব্যের ঘর।

অনেকে মন্তব্য করেন, ‘আপনি যত বড়ই তারকা হন না কেন, বাবা-মায়ের ফোন উপেক্ষা করা উচিত নয়।’

অরিজিৎ সিংয়ের বাবা-মায়ের প্রতি ভালোবাসার উদাহরণ নতুন কিছু নয়। তিনি মায়ের সঙ্গে ছোটবেলায় গানের স্কুলে যেতেন । কোভিডের সময়ে মা অদিতি সিংয়ের মৃত্যুর পরও বাবার প্রতি দায়িত্ব পালনে কোনো কমতি রাখেননি। জিয়াগঞ্জে একা থাকা বাবার সঙ্গে সময় কাটানোর সুযোগ পেলেই ছুটে যান সেখানে।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!