AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের সর্ববৃহৎ উন্মুক্ত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’ স্থগিত


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:০০ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
দেশের সর্ববৃহৎ উন্মুক্ত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’ স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত দেশের অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’ হঠাৎ করেই বৃহস্পতিবার (২০শে ফেব্রুয়ারি) রাতে  স্থগিত করা হয়েছে। আর এই বিষয়টি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আয়োজকরা।

২২ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলা মাঠে অনুষ্ঠেয় এই কনসার্টে লক্ষাধিক দর্শকের সমাগমের আশা করা হয়েছিল। তবে এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো কারণ না জানালেও, আয়োজকদের একজন বলেন, ‘নিরাপত্তা ইস্যুর কারণে আপাতত কনসার্টটি স্থগিত করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

এই কনসার্টকে কেন্দ্র করে দেশীয় সঙ্গীতপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উত্তেজনা। আয়োজকরা বলেছিলেন, ‘এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান উপভোগ করতে পারবে। দেশের খ্যাতনামা ব্যান্ড ও শিল্পীরা এই কনসার্টে অংশ নেবেন।’

‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করার কথা ছিল জনপ্রিয় রকস্টার নগর বাউল জেমস এর। এছাড়াও দেশের খ্যাতনামা ব্যান্ড ও শিল্পীরা উপস্থিত থাকার কথা ছিল। যার মধ্যে উল্লেখযোগ্য: চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল এবং সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান।

আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়া শিল্পীদের অংশগ্রহণের মাধ্যমে এই কনসার্টটি শুধুমাত্র বিনোদনই নয় বরং সামাজিক বার্তাও পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছিল।

স্থগিতের খবর আসার পর থেকেই ভক্তদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তবে কনসার্টটি পুনরায় কবে অনুষ্ঠিত হবে তা এখনও নিশ্চিত করেননি আয়োজকরা। নিরাপত্তা ইস্যু সমাধান করে দ্রুতই নতুন তারিখ ঘোষণা করা হবে বলে আশা করা যাচ্ছে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!