AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বয়স নিছকই সংখ্যা, প্রমাণ করলেন মাধুরী দীক্ষিত


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:০৪ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
বয়স নিছকই সংখ্যা, প্রমাণ করলেন মাধুরী দীক্ষিত

বলিউডের চিরসবুজ অভিনেত্রী মাধুরী দীক্ষিত আবারও প্রমাণ করলেন, বয়স সত্যিই কেবল একটি সংখ্যা মাত্র। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা তার কিছু ছবি দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। ছবিগুলিতে মাধুরীকে দেখা গেছে গাঁঢ় লাল রঙের ভেলভেট শাড়িতে, যা সোনালি এমব্রয়ডারির ফুলেল নকশায় সজ্জিত।

মাধুরীর শাড়ির সাথে ছিল শ্যাম্পেন রঙের হাতকাটা ব্যাকলেস ব্লাউজ যা তার লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই পোশাক ডিজাইন করেছেন জনপ্রিয় পোশাকশিল্পী জুটি শ্যামল এবং ভূমিকা।

তার গয়নার মধ্যেও ছিল নতুনত্বের ছোঁয়া। সোনার গয়নার পরিবর্তে তিনি বেছে নিয়েছেন সফেদ মুক্তোর চোকার, যার মাঝখানে হিরের ফুলকারি লকেট। কানে ছিল মানানসই হিরের এক জোড়া দুল।

মাধুরীর মেকআপ ছিল একদম পরিমিত ও হালকা। ভারী পোশাকের সঙ্গে ভারী মেকআপ না রেখে, তিনি বেছে নিয়েছেন ন্যাচারাল লুক। তার চোখে ছিল লাইনার ও মাস্কারা, ঠোঁটের ছিল ন্যুড রংয়ের লিপস্টিক এবং গালে ছিল লালচে ব্লাশের হালকা ছোঁয়া।

অল্প বয়সে পোশাকের রং নিয়ে যেভাবে এখনো সাহসী পরীক্ষা-নিরীক্ষা করা হয়, অনেকেই বয়স বাড়লে সেই ধারা বজায় রাখতে পারেন না। বয়সের ছাপ, চুলে পাক ধরা, চামড়ার ভাঁজ সব মিলিয়ে সাজগোজে অনেকে সাবধান হয়ে যান। কিন্তু মাধুরী সেই চেনা ছকের বাইরে বেরিয়ে প্রমাণ করেছেন, বয়স যতই হোক না কেন, সঠিক আত্মবিশ্বাস আর সঠিক ফ্যাশন সেন্স থাকলে সবসময়ই থাকা যায় আকর্ষণীয় ও অনন্যা রূপে।

মাধুরী দীক্ষিতের এই লাল শাড়ি, মুক্তোর সাজ শুধু ফ্যাশন নয়, এটি একটি অনুপ্রেরণা। বয়সের চাকা যতই ঘুরুক, মনে যদি তারুণ্য থাকে তবে প্রতিটি দিনই উৎসবের মতো। মাধুরী তার স্টাইল স্টেটমেন্টের মাধ্যমে সকলকে সেই বার্তাই দিলেন ‍‍`বয়স নিছকই সংখ্যা‍‍`।

 

একুশে সংবাদ/ এস কে
 

Link copied!