সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউডের অন্যতম আলোচিত তারকা শেহনাজ গিল আবারও চর্চার কেন্দ্রে। ‘বিগ বস্’এর ঘর থেকে শুরু করে সালমান খানের হাত ধরে বলিউডে পা রাখা শেহনাজের যাত্রাপথ বরাবরই আলোচিত। তবে এবার তিনি খবরের শিরোনামে এসেছেন তার সাহসী পোশাকের জন্য।
বর্তমানে সিডনিতে শুটিংয়ে ব্যস্ত শেহনাজ। সমুদ্র সৈকতে মনোকিনি ও খোলা চেইনের হট প্যান্ট পরে কিছু ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে তাকে দেখা যাচ্ছে সৈকতে দৌড়াতে ও হাসতে।
শেহনাজের এই সাহসী লুক দেখে সমাজ মাধ্যমের একাংশ সমালোচনা ও কটাক্ষের ঝড় তুলেছে। কেউ কেউ ভারতীয় সংস্কৃতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন তাকে। অনেকে বলছেন, শেহনাজ এখন সস্তার প্রচার কৌশল অবলম্বন করছেন।এমনকি, নেটিজেনদের একটি অংশ তাকে নেটপ্রভাবী উরফি জাভেদের সঙ্গে তুলনা করেছেন, যিনি সাহসী ও ভিন্নধর্মী পোশাকের জন্য সব সময়ই সমালোচনার মুখে পড়েন।
শেহনাজের প্রথম দিকে ভারী চেহারা নিয়ে সমালোচনার শিকার হতে হয়েছিল। পরবর্তীতে ওজন কমিয়ে নিজেকে নতুন লুকে উপস্থাপন করেছেন তিনি। তার এই পরিবর্তন ভক্তদের যেমন অনুপ্রাণিত করেছে, তেমনি সমালোচকদেরও রুখতে পেরেছে।
সোশ্যাল মিডিয়ায় সমালোচনা নতুন কিছু নয়। তবে শেহনাজ গিলের মতো তারকা, যিনি নিজের পরিশ্রম ও প্রতিভার মাধ্যমে জায়গা করে নিয়েছেন। তিনি কটাক্ষের বাইরে গিয়ে তার কাজ ও স্টাইলকে আত্মবিশ্বাসের সঙ্গে মেলে ধরতে থাকবেন বলেই আশা করছেন ভক্তরা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :