বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক উদ্যোক্তা টনি বেগের সঙ্গে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। যদিও তারা আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও তথ্য থেকে এই খবরটি জানা যায়।
গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার একটি বিলাসবহুল হোটেলে তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। বর্তমানে নবদম্পতি সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমা উপভোগ করছেন। নার্গিস তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সুইজারল্যান্ড ভ্রমণের বিভিন্ন ছবি শেয়ার করেছেন, যেখানে তার আঙুলে বিয়ের আংটিও দেখা যায়।
নার্গিস ও টনি প্রায় তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন। টনি বেগ কাশ্মীরে জন্মগ্রহণ করলেও বর্তমানে লস অ্যাঞ্জেলেসে বসবাস করেন এবং পেশায় একজন সফল ব্যবসায়ী।
নার্গিস ফাখরি ২০১১ সালে রণবীর কাপুরের বিপরীতে `রকস্টার` সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর উদয় চোপড়ার সঙ্গে তার সম্পর্কের খবরও শোনা যায়। তবে এবার তিনি টনি বেগের সঙ্গে নতুন জীবনে পা রাখলেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :