ভারতের জনপ্রিয় অস্কারজয়ী সুরকার সঙ্গীত প্রযোজক ও শিল্পী এআর রহমানের সঙ্গে তার স্ত্রী সায়রা বানুর ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। বিচ্ছেদের পর সায়রা বানু সামাজিক যোগাযোগ মাধ্যমে রহমানের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি অনুরোধ করেছেন, কেউ যেন রহমান সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্য না করেন, কারণ তিনি তার দেখা সেরা মানুষ।
সম্প্রতি, সায়রা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং একটি জটিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে যান। এই কঠিন সময়ে এ আর রহমান তার পাশে ছিলেন।
সায়রা এক বিবৃতিতে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে লেখেন, লস অ্যাঞ্জেলেসের অস্কারজয়ী রসুল পুকুট্টি ও তার স্ত্রী শাহিদা, আইনজীবী বন্দনা শাহ এবং অবশ্যই এআর রহমানকে অসংখ্য ধন্যবাদ আমার এই কঠিন সময়ে পাশে থাকার জন্য।
বিচ্ছেদের পরও তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সমর্থন বজায় রয়েছে, যা তাদের সম্পর্কের গভীরতা ও পরিপক্বতা প্রদর্শন করে।
একুশে সংবাদ/ রু আ/ এস কে
আপনার মতামত লিখুন :