AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভক্তদের ভালোবাসায় ভরিয়ে দিলেন তানিয়া বৃষ্টি ও শামিম হাসান


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:৫৪ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
ভক্তদের ভালোবাসায় ভরিয়ে দিলেন তানিয়া বৃষ্টি ও শামিম হাসান

জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি এখন আলোচনার শীর্ষে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের আলোচনার সৃষ্টি হয়েছে, যার মধ্যে একটি ছবি আরও তীব্রতা এনেছে।

শামীম তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন, যেখানে তানিয়া ও শামীমকে বর-কনে সাজে দেখা যায়। ছবিটি দেখে অনেকেই তাদের বিয়ে হয়ে গেছে বলে মনে করেন এবং অভিনন্দন জানান।

তবে, শামীম তার মন্তব্যে বিষয়টি স্পষ্ট করেন। তিনি লেখেন, "অভিনন্দন এবং শুভ কামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শুটিংয়ের ছবি।" এটি ছিল একটি নাটকের শুটিংয়ের ছবি। আর এ ছবি দেখেই অনেকে বিভ্রান্ত হয়ে পড়েন।

এক নেটিজেন মন্তব্য করেছেন, "আগেই বুঝেছিলাম, তাই অভিনন্দন জানাইনি।"  

তানিয়া ও শামীমের সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল যখন তাদের বিভিন্ন সময় একসাথে দেখা যাচ্ছিলো। তাদের সাম্প্রতিক কাজগুলোও ছিল একে অপরের সঙ্গে যার ফলে তাদের সম্পর্ক নিয়ে অনেকেই আগ্রহী হয়ে উঠেছিলেন। তবে এই ছবি সবার মনোযোগ আকর্ষণ করলেও শামীম ও তানিয়া এটি শুধুমাত্র একটি নাটকের শুটিংয়ের ছবি বলে স্পষ্ট করেছেন।

একুশে সংবাদ/রু আ/ এস কে 

Link copied!