২০২৪ সালের ১৪ই ফেব্রুয়ারি আইনি বিয়ে করেছিলেন ওপার বাংলার তারকা জুটি কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। এরপর মার্চে সামাজিক বিয়ে এবং নভেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন শ্রীময়ী। শ্রীময়ী চট্টরাজের দ্রুত মা হওয়ার জন্য নানা ধরনের কটাক্ষের মুখে পড়তে হয়। এবার সেই কটাক্ষের বিরুদ্ধে শ্রীময়ী সোজাসাপটা জবাব দিলেন।
এক সাক্ষাৎকারে শ্রীময়ী বলেন, "সামাজিক মাধ্যমে যারা কটাক্ষ করেন, তারা ফ্রাস্ট্রেটেড। আমাদের পারফরম্যান্স নিয়ে ভাবুন, তারা যতই বলুক, আমাদের কাজের মাত্রা বাড়ছে।" কাঞ্চনও তার পাশে দাঁড়িয়ে বলেন, "দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি।"
এছাড়া শ্রীময়ী আরও জানান যে, "কাঞ্চন মল্লিকই তাকে চুমু খেতে শিখিয়েছেন।" কাঞ্চনকে তিনি "প্যাশনেট কিসার" বলেও উল্লেখ করেন।
শ্রীময়ী মজা করে আরও বলেন, "কাঞ্চন তো আমাকে গড়েছে, আমি তার বাধ্য ছাত্রী।"
সম্প্রতি শ্রীময়ী তাদের আইনি বিয়ের বর্ষপূর্তি উদযাপনও করেন। গোলাপের পাপড়ি দিয়ে সাজানো টেবিলে কেক কাটার পাশাপাশি কাঞ্চন তাকে গোলাপ দিয়ে প্রেম নিবেদন করেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :