ঢাকাই সিনেমার প্রয়াত অভিনেত্রী পারভীন সুলতানা দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিজ বাড়িতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। শনিবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রায় ৩০-৪০ জন সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়। তার গাড়ি ভাঙচুর করে এবং তাকে শারীরিকভাবে নির্যাতন করে। হামলার পর লামিয়া ফেসবুক লাইভে এসে সাহায্যের আবেদন জানান।
এ বিষয়ে লামিয়া জানান, জমি দখলের চেষ্টায় তার ওপর এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, "ওরা আমার পা ভেঙে দিয়েছে, কোনো রকম প্রাণ নিয়ে ঢাকায় ফিরছি।"
এছাড়া ফেসবুকে তিনি আরও লেখেন, "আমার পাশে কি কেউ নেই? আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই?"
উল্লেখ্য, লামিয়া চৌধুরী কানাডার টরন্টো ফিল্ম স্কুল থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় এসে সিনেমা নির্মাণে মনোযোগী হয়েছেন। তিনি `মেয়েদের গল্প` নামে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন, যা তিনজন মেয়ে ও তাদের মায়েদের জীবনের গল্প নিয়ে। এই সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে অভিনেত্রী আজমেরী হক বাঁধন যুক্ত হয়েছেন।
লামিয়া সম্প্রতি সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন। তিনি জানান, তার বাবা-মা তাদের দুই ভাইবোনকে সমানভাবে বড় করেছেন এবং সম্পত্তির বণ্টনেও কোনো বৈষম্য রাখেননি। তিনি বলেন, "আমার আর আমার ভাইয়ের মধ্যেও সব সমান সমান। আমাদের বাবা-মা এটাই চেয়েছিলেন।"
এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দোষীদের আইনের আওতায় আনা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :