AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দিঘীর পরিবর্তে পূজা চেরি,পরিচালকের অপেশাদারিত্বের অভিযোগ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:৪০ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
দিঘীর পরিবর্তে পূজা চেরি,পরিচালকের অপেশাদারিত্বের অভিযোগ

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি ও আদর আজাদ অভিনীত নতুন সিনেমা "টগর"এর টিজার মুক্তির পরই সিনেমার নায়িকা পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। নির্মাতা আলোক হাসান প্রকাশ করেছেন সিনেমাটির মোশন পোস্টার, যেখানে দীঘির জায়গায় দেখা গেছে পূজা চেরিকে।

এ বিষয়ে নির্মাতার সঙ্গে যোগাযোগ করলে তিনি দীঘির পেশাদারিত্বের অভাবের অভিযোগ তোলেন। আলোক হাসান জানান, দীঘির স্ক্রিপ্ট সম্পর্কিত সমস্যা, যোগাযোগের ঘাটতি এবং প্রমোশনাল কাজের প্রতি তার উদাসীনতা ছিল। এসব কারণেই দীঘিকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

cinema-togor

নির্মাতা স্পষ্ট করেন, দীঘির সঙ্গে তার কোনো ব্যক্তিগত সমস্যা নেই, তবে কাজের মধ্যে এসব সমস্যা সহ্য করা সম্ভব ছিল না। দীঘির বাদ পড়ার পর পরিচালক জানান, সিনেমার শুটিং ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হবে এবং শুটিং হবে প্রায় ২০-২৫ দিন।

এছাড়াও, সিনেমাটিতে আদর ও পূজা ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত এবং শরিফুল। সিনেমাটি আগামী ঈদুল আযহায় মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে।

 

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!