AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেই রাতে গুলিবিদ্ধ হওয়ার ভয়াবহ বর্ণনা দিলেন অভিনেতা আজাদ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:৫১ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
সেই রাতে গুলিবিদ্ধ হওয়ার ভয়াবহ বর্ণনা দিলেন অভিনেতা আজাদ

ছোটপর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ গত ২৩ ফেব্রুয়ারি ভোর রাতে রাজধানী ঢাকার নিকটস্থ আশুলিয়ায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় তার মা ও স্ত্রী-ও আহত হয়েছেন। পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয় তাদের। কিছুটা সুস্থ হওয়ার পর সেই ভয়াবহ ঘটনার বর্ণনা দিয়েছেন অভিনেতা আজাদ।

এ অভিনেতা জানান, জিরাবোতে অবস্থিত তাদের বাড়িটি তিনতলা (ট্রিপ্লেক্স)। মা ও স্ত্রী-সন্তান নিয়ে থাকেন সেখানে। ভবনটির দোতলায় তাদের রান্নাঘর এবং ড্রয়িং-ডাইনিং। ওই রাতে ক্ষুধা লাগায় দোতলায় যান তিনি।

আজাদ বলেন, আমি রান্নাঘরের দিকে যেতেই শব্দ শুনতে পাই। রান্নাঘরের দরজা খুলতেই দেখি দু’জন পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। এরপর দরজা লাগিয়ে দেই। পরে ওপরে গিয়ে মা ও স্ত্রীকে ডেকে আনি। পরে রান্নাঘর খুলতেই সেই দু’জনকে পিস্তল হাতে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। তখনই দৌড়ে গিয়ে একজনের হাত ধরে ফেলি। এ সময় ধস্তাধস্তি হয়। আর ধস্তাধস্তির একপর্যায়ে একজন গুলি করে। যা আমার ডান পায়ে লাগে।

তিনি বলেন, এ সময় খুব ব্লিডিং হচ্ছিল। ডান পায়ে আমি ভর রাখতে পারছিলাম না। বিষয়টি ডাকাতও বুঝতে পারে। পরে আবার আমাকে ধাক্কা দেয়, পড়ে যাই। তখন আরেকটা গুলি করে, যা আমার বাঁ পায়ে হাঁটুর ওপর লাগে।

অভিনেতা আজাদ বলেন, এর মধ্যে আরেকজনকে আমার স্ত্রী ফ্রাই প্যান দিয়ে মাথায় আঘাত করে। ওই ডাকাত আবার আরেকটা ফ্রাই প্যান দিয়ে আমার স্ত্রীকেও আঘাত করে। পরে আমার স্ত্রী পড়ে যায়। তখন ওই ডাকাতকে ধরতে গেলে সে আমাকে আরেকটা গুলি করে, হাঁটুর উপরে। তিনটা গুলি লাগার পর আর ব্যালান্স রাখতে পারছিলাম না। এরপরও ভর দিয়ে আমি দাঁড়াই। তখন তারা দৌড়ে পালিয়ে যায়।

এ অভিনেতা বলেন, তারা জানালা কেটে যেদিক দিয়ে আসছিল, সেদিক দিয়েই পালিয়েছে। আমরা চিৎকার-চেঁচামেচি করলে পাশের বিল্ডিংয়ের মানুষরা শব্দ শুনে এগিয়ে আসে।

এ ঘটনায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক বলেন, দুর্বৃত্তরা রান্নাঘরের জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে ওই অভিনেতার দুই পায়ে গুলি করেছে। তার স্ত্রী ও মাকে আঘাত করে আহত করা হয়েছে। পরিবারের তিনজনই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি নূর আলম সিদ্দিক আরও বলেন, ওই বাসার কোনো জিনিসপত্র খোয়া যায়নি। তাই ডাকাতি নাকি অন্য কোনো উদ্দেশ্যে গুলি করা হয়েছে তা স্পষ্ট নয়। আমরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি। তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব হবে আশা করছি।

প্রসঙ্গত, ২০১৬ সালে তপু খানের ‘প্রাক্তন’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে পথচলা শুরু আজাদের। এরপর গত ৯ বছরে দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘লিডার আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন আজাদ। চরিত্রাভিনেতা হিসেবে বিভিন্ন নাটকে দেখা যায় আজাদকে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!