AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হঠাৎ সপরিবারে মান্নাত ছাড়ছেন শাহরুখ!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:০৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
হঠাৎ সপরিবারে মান্নাত ছাড়ছেন শাহরুখ!

মুম্বাই গেলেই শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এর সামনে ভিড় করেন অনুরাগীরা। এ বার সেই ‘মান্নাত’ ছাড়ছেন বলিউডের বাদশাহ। খুব শীঘ্রই নাকি সপরিবার ঠিকানা বদল করছেন বলি তারকা। বান্দ্রায় সমুদ্রমুখী সেই বাড়ি থেকে বেরিয়ে মুম্বাইয়ের পালি হিলের আবাসনে গিয়ে উঠবেন শাহরুখ ও তার পরিবার। সম্প্রতি এই বিলাসবহুল বাসস্থান ভাড়া নিয়েছেন শাহরুখ। কিন্তু কেন হঠাৎ ‘মান্নাত’ থেকে বিদায় নিচ্ছেন শাহরুখ ও তার পরিবার? 

জানা গিয়েছে, ‘মান্নাত’-এর অন্দরসজ্জা নাকি একেবারে বদলে যাবে। সেই সংক্রান্ত কাজ শুরু হবে বাড়িতে। তাই আপাতত ওই বাড়ি ছেরে পালি হিলের বাড়িতে থাকবে খান পরিবার। আগামী মে মাস থেকে শুরু হবে ‘মান্নাত’-এর কাজ। টানা দু’বছর ধরে বাড়ির কাজ চলবে। ‘মান্নাত’-এ নাকি আরও দু’টি তলা যোগ করা হবে। এর জন্য প্রশাসনের তরফ থেকে গৌরী খান অনুমতিও নিয়েছিলেন ২০২৪ সালে।   

যত দিন ‘মান্নাত’-এ কাজ চলবে, পালি হিলের বাড়িতেই সংসার পাতছেন তারা। পালি হিলের সেই আবাসনের চারটি তলা ভাড়া নিয়েছেন শাহরুখ ও গৌরী। বছরে ২.৯০ কোটি টাকা ভাড়া দিতে হবে নতুন বাসার জন্য।

এই খবরে মন ভেঙেছে অনুরাগীদের। প্রায়ই ‘মান্নাত’-এর ছাদ থেকে ভক্তদের দেখা দেন শাহরুখ। হাত নাড়েন তাদের উদ্দেশে। সেই ইচ্ছে আপাতত পূরণ হবে না অনুরাগীদের।

উল্লেখ্য, এই মুহূর্তে শাহরুখ ব্যস্ত তার আসন্ন ছবি ‘কিং’ নিয়ে। এই ছবিতেই প্রথম বার শাহরুখ-কন্যা সুহানা খানকে বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে।

একুশে সংবাদ/ এস কে 

Link copied!