AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভিনেতা কৃষ্ণা মুরালি গ্রেপ্তার


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:৫৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
অভিনেতা কৃষ্ণা মুরালি গ্রেপ্তার

তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা ও রাজনীতিবিদ পোসানি কৃষ্ণা মুরালিকে গ্রেপ্তার করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে নিজের আবাসন থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী, ওবুলাবারিপল্লী থানায় মুরালির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৯৬, ৩৫৩(২) ও ১১১ ধারাসহ জাতি/উপজাতি আইনের ৩(৫) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আপাতত তাকে হেফাজতে রাখা হয়েছে এবং রাজমপেটের অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।

মুরালির বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন, যা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। তার গ্রেপ্তারের বিষয়ে এখন পর্যন্ত আরও বিস্তারিত তথ্য জানা যায়নি।

অভিনেতার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তার স্ত্রীকে একটি নোটিশ পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, মুরালির বিরুদ্ধে আনা অভিযোগ আমলযোগ্য ও জামিন-অযোগ্য। তাকে জুডিশিয়াল কাস্টডির জন্য রাজমপেটের প্রথম শ্রেণির অতিরিক্ত বিচারকের কাছে পাঠানো হয়েছে।

পোসানি কৃষ্ণা মুরালি অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে ‘ক্র্যাক’, ‘টেম্পার’ ও ‘জেমিনি’ উল্লেখযোগ্য। বিশেষত, কমেডি চরিত্রে অভিনয়ের জন্য তিনি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়। অভিনয়ের পাশাপাশি তিনি দেড় শতাধিক সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন এবং কয়েকটি সিনেমা পরিচালনাও করেছেন।


একুশে সংবাদ/ এস কে

Link copied!