AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০১ মার্চ, ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মারা গেলেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:১৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
মারা গেলেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা

ওড়িয়া সিনেমার জনপ্রিয় অভিনেতা উত্তম মহান্তি আর নেই। ৬৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই গুণী অভিনেতা। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, সম্প্রতি গুরুতর লিভারের সমস্যার কারণে দিল্লির গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে, সেখানেই বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে মৃত্যুবরণ করেন তিনি।

চলতি মাসের শুরুতে ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল উত্তম মহান্তিকে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় দিল্লিতে, তবে শেষ পর্যন্ত আর প্রাণে বাঁচানো যায়নি তাকে।

১৯৫৮ সালে ওড়িশার বারিপদায় জন্মগ্রহণ করা উত্তম মহান্তি ১৯৭৭ সালে পরিচালক সাধু মেহেরের ‘অভিমান’ সিনেমার মাধ্যমে ওড়িয়া চলচ্চিত্রে অভিষেক করেন। প্রথম সিনেমাতেই দর্শকদের মন জয় করে নেন তিনি, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ‘চকলেট বয়’ ইমেজের কারণে তরুণদের মধ্যেও ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে উত্তম মহান্তি উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা। তাঁর উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে— ‘নিঝুম রাতি রা সাথি’, ‘চিনহা অচিন’, ‘রামায়ণ’, ‘তপস্যা’, ‘রাম বলরাম’, ‘অভিলাষা’, ‘দন্ড বালুঙ্গা’, ‘পূজা ফুল’, ‘রজনীগন্ধা’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমা। টালিউডের অভিনেত্রী ও সাংসদ রচনা ব্যানার্জির সঙ্গে তাঁর জুটি ছিল দর্শকপ্রিয়। পাশাপাশি স্ত্রী ও অভিনেত্রী অপরাজিতার সঙ্গেও একাধিক সফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। ওড়িয়া সিনেমার স্বর্ণযুগের অন্যতম স্তম্ভ ছিলেন উত্তম মহান্তি। তার মৃত্যুতে ওড়িশার চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।


একুশে সংবাদ/ এস কে

Link copied!