AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৩ মার্চ, ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন অ্যাড্রিয়েন ব্রডি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:১৮ পিএম, ৩ মার্চ, ২০২৫
অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন অ্যাড্রিয়েন ব্রডি

দীর্ঘ ২২ বছর পর ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য ৯৭তম অস্কারের মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন আমেরিকান অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডি। অভিনেতা এ নিয়ে দ্বিতীয়বার অস্কার জিতলেন।২ মার্চ তারকাদের জমকালো আসর বসে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে। বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর ৫ টায় শুরু হয়েছে অস্কারে বিজয়ীদের নাম ঘোষণা। এবারের ৯৭তম অস্কারের মঞ্চে দ্বিতীয়বার অস্কার জিতলেন অ্যাড্রিয়েন ব্রডি।

২০০৩ সালে ‘দ্য পিয়ানিস্ট’র জন্য প্রথম অস্কার জয় করেন এ অভিনেতা। মাত্র ২৯ বছর বয়সে সে সময় সর্বকনিষ্ঠ অভিনেতা হিসেবে অস্কার জয়ের রেকর্ড গড়েন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’র প্রতিবেদন থেকে জানা যায়, প্রথম অস্কার জেতার ২২ বছর পর দ্বিতীয় অস্কার জয়ী হয়ে উচ্ছ্বাসিত ৫১ বছর বয়সী ব্রডি।

অ্যাড্রিয়েন ব্রডি বলেন, সবাইকে ধন্যবাদ পুরস্কারের জন্য। অভিনয় আসলে খুব নাজুক একটি পেশা। আজ যা অর্জন করেছেন, তা কাল চলে যেতে পারে। তাই আমি বলবো, আপনি যে পেশাতেই থাকুন না কেন, বিশেষ কিছু দৃষ্টিভঙ্গি রাখুন। যা আপনাকে সাফল্যের প্রান্তে পৌঁছে দেবে।

‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক স্থপতির হৃদয়স্পর্শী জীবন নিয়ে নির্মাণ করা হয়েছে। সিনেমায় তুলে ধরা হয়েছে, ইহুদি বিদ্বেষ, বর্ণবাদ, গণহত্যা, ঘৃণার পরিবেশে দীর্ঘস্থায়ী ট্রমার মধ্যে জীবনযাপন করেন তরুণ এক স্থপতি। প্রতিকূল পরিস্থিতিতে তবু সে তার আশা হারায় না।

এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ব্রডি। ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস অস্কারে সিনেমাটি ১০টি শাখায় মনোনয়ন পেয়েছে।

প্রসঙ্গত, ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য একই বছরে সর্বমোট চারটি পুরস্কার ঘরে তুলেছেন ব্রডি। গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েজ, বাফটা এবং সর্বশেষে বিনোদন জগতের সেরা ও সম্মানজনক পুরস্কার অস্কার।

একুশে সংবাদ/ এস কে

Link copied!