AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৩ মার্চ, ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্কারের সেরা চলচ্চিত্র ‘আনোরা’


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:২৫ পিএম, ৩ মার্চ, ২০২৫
অস্কারের সেরা চলচ্চিত্র ‘আনোরা’

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমকালো ৯৭তম অস্কার আসরে ঘোষণা করা হয়েছে সেরা চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের নাম। বাংলাদেশের স্থানীয় সময় সোমবার (০৩ মার্চ) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৭তম আসরের পুরস্কার ঘোষণা করা হয়। 

ভ্যারাইটির প্রতিবেদন থেকে জানা যায়, অস্কারের ৯৭তম আসরে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সেরা চলচ্চিত্রে পুরস্কার পেয়েছে  ‘আনোরা’। সিনেমাটি ২০২৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি পরিচালনা করেছেন শন বেকার, চিত্রনাট্যও তার লেখা।  ‘আনোরা’ সিনেমার পরিচালক শন বেকার এবারের একাডেমি অ্যাওয়ার্ডসে নতুন ইতিহাস গড়লেন। তিনি একই সিনেমার জন্য চারটি অস্কার জিতেছেন—প্রযোজনা, পরিচালনা, সম্পাদনা ও চিত্রনাট্য রচনার জন্য। এটি এক অনন্য স্বীকৃতি, বিশেষ করে বেকারের মতো একজন স্বাধীনচেতা চলচ্চিত্র নির্মাতার জন্য, যিনি মূলধারার হলিউডের বাইরে কম বাজেটের সিনেমা নির্মাণের জন্য পরিচিত।

‘আনোরা’ সিনেমায় ব্রুকলিনের তরুণী যৌনকর্মী অ্যানোরা ও ধনাঢ্য রুশ ব্যবসায়ীর পুত্র ভানিয়া জাখারভের রোম্যান্স ও বিবাহের গল্প কিছুটা হাস্যরসাত্মক ধরনের মধ্য দিয়ে উপস্থাপিত হয়েছে। সিনেমার নাম ভূমিকায়  ‘আনোরা’ চরিত্রে অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন ও অন্য কেন্দ্রীয় চরিত্র ভানিয়া জাখারভের ভূমিকায় মার্ক এইদেলস্তেইন অভিনয় করেছেন।  

অন্যদিকে, অস্কারের ৯৭তম আসরে সেরা প্রযোজক হিসেবে অস্কার পেয়েছেন নাথান ক্রাউলি এবং লি স্যান্ডেলস উইকড। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রোডি (‘দ্য ব্রুটালিস্ট’), যিনি এর আগে ‘দ্য পিয়ানিস্ট’ সিনেমার জন্যও অস্কার জিতেছিলেন। অন্যদিকে, সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মিকি ম্যাডিসন (‘আনোরা’)। ম্যাডিসনের জয়কে সবাই ‘আপসেট ভিক্টরি’ বলছে, কারণ সবাই ধারণা করেছিল যে ‘দ্য সাবস্ট্যান্স’ ছবির ডেমি মুর এই পুরস্কার পাবেন।

একুশে সংবাদ/ এস কে

Link copied!