যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অস্কার অনুষ্ঠানে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৯। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রোববার (২ মার্চ) স্থানীয় সময় রাত ১০টা ২৩ মিনিটের দিকে উত্তর বলিউডে এ ভূমিকম্প অনুভূত হয়। যার উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১৫ কিলোমিটার গভীরে। খবর দ্য গার্ডিয়ানের
স্থানীয় সংবাদমাধ্যম কেএবিসি জানিয়েছে, সান ফার্নান্দো ভ্যালি এবং লস অ্যাঞ্জেলেসের কিছু অংশ এ ভূমিকম্প অনুভূত হয়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
লস অ্যাঞ্জেলেস ফায়ার বিভাগ জানিয়েছে, ভূমিকম্পে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ভূমিকম্পটি অস্কার অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আঘাত হানে। অস্কার অনুষ্ঠানটি ‘আনোরা’ ছবির জন্য ছিল এক অবিস্মরণীয় সাফল্য। এই ছবিটি পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্র, মিকি ম্যাডিসনের সেরা অভিনেত্রীর পুরস্কার এবং শন বেকারের সেরা পরিচালকের সম্মান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :