AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দ্বিতীয় সন্তানের নামও স্থির হয়ে গিয়েছে!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:৫৫ পিএম, ৬ মার্চ, ২০২৫

দ্বিতীয় সন্তানের নামও স্থির হয়ে গিয়েছে!

দেখতে দেখতে আড়াই বছর বয়স হয়ে গিয়েছে আলিয়া-কন্যা রাহা কাপূরের। প্রায়ই একরত্তিকে ক্যামেরাবন্দি করেন ছবি শিকারিরা। তাদের সঙ্গে ছোট্ট রাহার খুনসুটি মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। রাহাকে বড় করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় সন্তানের পরিকল্পনাও করে রেখেছেন আলিয়া! সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

কন্যার নামকরণ নিয়ে কথা বলছিলেন আলিয়া। কেন ‘রাহা’ নামটিই তারা বেছে নিলেন, জানান অভিনেত্রী। রাহা শব্দের অর্থ আনন্দ ও শান্তি। একরত্তি তাদের সংসারে এই দু’টি বিষয়ই নিয়ে এসেছে বলে এই নাম বেছে নিয়েছেন আলিয়া ও রণবীর। এই প্রসঙ্গেই আলিয়া বলে ফেলেন, দ্বিতীয় সন্তানেরও নাম নাকি ঠিক করা হয়ে গিয়েছে তার।

আলিয়া বলেছেন, “বাবা-মা হিসেবে আমরা খুবই উচ্ছ্বসিত ছিলাম। তাই পরিবারিক হোয়াটস্‌অ্যাপ গ্রুপে আগে থেকেই ছেলে ও মেয়ে, উভয় নামই ঠিক করে রাখতে বলেছিলাম। যাতে আমরা আগে থেকে প্রস্তুত থাকতে পারি, তাই সন্তানের জন্মের আগেই নাম ভেবে রাখতে বলেছিলাম। নানা রকমের নাম সকলে ভাগ করে নিয়েছিলেন। তবে আমাদের একটা নাম খুব পছন্দ হয়েছিল। যদিও সেটা ছেলেদের নাম।”

রণবীরের মা অর্থাৎ নীতু কাপূর বেছে নেন রাহা নামটি। তবে এর পাশাপাশি আরও একটি নাম বেছে রেখেছেন আলিয়া ও রণবীর। আগামী দিনে পুত্র সন্তানের জন্ম দিলে, সেই নামই বেছে নেবেন বলে সাক্ষাৎকারে জানান আলিয়া।

২০২২ সালের এপ্রিল মাসে বিয়ে করেছিলেন আলিয়া ও রণবীর। তার কয়েক মাসের মধ্যে তারা জানান, সংসারে আসছে নতুন সদস্য। সেই বছরেই ৬ নভেম্বর জন্ম নেয় রাহা কাপূর।


একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!