AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কারিনার সঙ্গে খোলা মঞ্চে শাহিদ কাপুরের আলিঙ্গন!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:২৮ পিএম, ৯ মার্চ, ২০২৫
কারিনার সঙ্গে খোলা মঞ্চে শাহিদ কাপুরের আলিঙ্গন!

রেলগাড়ির কামরায় নয়, তবে এক অনুষ্ঠানের মঞ্চে হঠাৎ দেখা কারিনা কাপুর খান ও শহিদ কাপুরের। সেই মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ছেয়ে গিয়েছে। প্রাক্তন তারকা যুগলের অভিব্যক্তি দেখে অনুরাগীদের অনুমান, মুখোমুখি হয়ে প্রথমে বেশ অস্বস্তিতেই পড়েছিলেন তারা। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু সামনে তাক করা অজস্র ক্যামেরা। তাই পরিস্থিতি সামাল দিতে কথা বলার ও পরস্পরকে আলিঙ্গন করার বিষয়ে উদ্যোগী হন কারিনাই। ফেরাননি শহিদ।    

শেষ দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘জব উই মেট’ ছবিতে। তার পর থেকে দু’জনের প্রায় মুখ দেখাদেখিও নেই। একই অনুষ্ঠানে থাকলেও পরস্পরকে এড়িয়ে গিয়েছেন। কিন্তু শনিবারের অনুষ্ঠানে আর তা হল না। মুখোমুখি হয়ে যাওয়ায় এড়িয়ে যাওয়ারও উপায় ছিল না। অগত্যা হাসিমুখে বাক্যবিনিময় করেছেন তারা। তবে ‘আদিত্য’ ও ‘গীত’কে ফের একসঙ্গে দেখতে পেয়ে খুশি অনুরাগীরা। কিন্তু অনেকেরই মনে হয়েছে, এই সাক্ষাৎ কেবলই ক্যামেরার সামনে সৌজন্য বজায় রাখার জন্য। এই বিষয় সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া জানিয়েছেন শাহিদ কাপুর।

এই পুনর্মিলন নিয়ে শাহিদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমাদের জন্য এটা নতুন কিছুই নয়। আজ মঞ্চে দেখা হয়ে গিয়েছিল। অন্য সময়, এ দিক-ও দিক দেখা হয়ে যায়। আমাদের জন্য এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। মানুষের ভাল লেগে থাকলে নিশ্চয়ই ভালই হবে।” শাহিদের বক্তব্য, তারকাখচিত অনুষ্ঠানে এমন দেখা হয়ে যায়। তখন কথা বলাটা খুব স্বাভাবিক বিষয়।

২০০০ সালে শাহিদ ও কারিনা সম্পর্কে ছিলেন। ‘ফিদা’, ‘চুপ চুপ কে’র মতো ছবিতেও  তাদের রসায়ন দেখা গিয়েছিল। পর্দার বাইরেও তাদের সম্পর্ক নিয়ে বিস্তর চর্চা হয়েছে।


একুশে সংবাদ/ এস কে

Link copied!