AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে

অভিনেত্রী নাদিয়া হোসেনের স্বামী গ্রেপ্তার


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:১৭ পিএম, ১০ মার্চ, ২০২৫
অভিনেত্রী নাদিয়া হোসেনের স্বামী গ্রেপ্তার

অর্থ আত্মসাতের অভিযোগে পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নাদিয়া হোসেনের স্বামী আতিফ মুহাম্মদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যাংকের গ্রুপ প্রধানের অভিযোগের ভিত্তিতে মামলা হওয়ায় গ্রেপ্তার করা হয়েছে অভিনেত্রীর স্বামীকে।

সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, একটি বেসরকারি ব্যাংক থেকে ৫০ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন আতিফ মুহাম্মদ। এ কারণে তাকে গ্রেপ্তার করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।

এফআইএ কর্মকর্তারা জানিয়েছেন, বেসরকারি ব্যাংকটির গ্রুপ প্রধানের অভিযোগের ভিত্তিতে করাচিতে করপোরেট ক্রাইম সার্কেলে একটি  মামলা দায়ের করা হয়। এফআইআর নম্বর ৯/২৫। এ ঘটনায় তদন্তে বড় অঙ্কের আর্থিক তছরুপের তথ্য পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, একশ’ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন অভিনেত্রীর স্বামী।

মামলার অভিযোগে বলা হয়েছে, আতিফ মুহাম্মদ ব্যাংকের সিএফও এবং অন্যান্য কর্মকর্তাদের সহায়তায় অপরাধমূলক অসদাচরণের সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন সময় ব্যাংকিং নিয়ম লঙ্ঘন করেছেন এবং ক্ষমতার অপব্যবহার করেছেন।

প্রতিবেদনে দেখা গেছে, কোম্পানির অ্যাকাউন্টেও কারসাজি করেছেন আতিফ মুহাম্মদ। জালিয়াতি লেনদেনে জড়িত ছিলেন এবং তহবিলের অব্যবস্থাপনা আড়াল করার জন্য আর্থিক নথিপত্র পরিবর্তন করেছেন। 

নাদিয়া হোসেনের স্বামী আতিফ মুহাম্মদ এর আগে ব্যাংকের সিকিউরিটিজ বিভাগের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৩ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন নাদিয়া হোসেন ও আতিফ মুহাম্মদ। এই দম্পতির সংসারে এখন চার সন্তান রয়েছে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!