বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন সিনেমার শুটিং করতে গিয়ে সেটের মধ্যে আহত হয়েছেন। জুনিয়র এনটিআর’র সঙ্গে আসন্ন সিনেমা ‘ওয়ার ২’-এর শুটিং সেটে এক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেতা।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অ্যাকশন ধরানার সিনেমাটি নির্মাণের ঘোষণা দেয়ার পর থেকেই অধীর আগ্রহে অপেক্ষায় ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। চলতি বছরের আলোচিত সিনেমাগুলোর মধ্য অন্যতম এটি। কিন্তু সেই সিনেমার শুটিংয়ের রিহার্সেলে হৃতিকের আহতের খবরে উদ্বিগ্ন শুভাকাঙ্ক্ষীরা। প্রায় এক মাস বিশ্রামে থাকার জন্য পরামর্শ দেয়া হয়েছে হৃতিককে।
সূত্রের খবর, হৃতিক ও জুনিয়র এনটিআর সিনেমার একটি গানের মহড়া করছিলেন। এ সময় পায়ে চোট লাগে হৃতিকের। সমস্যা যেন না বাড়ে কিংবা জটিলতার সৃষ্টি না হয়, এ জন্য চিকিৎসক চার সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন অভিনেতাকে।

এ অবস্থায়ও সিনেমাটি মুক্তির তারিখ পরিবর্তন হয়নি। জানা গেছে, গানটির শুটিং মে মাসে পুনরায় হতে পারে। আর এরইমধ্যে সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে।
অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ সিনেমাটি আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের একটি অংশ। তারকাবহুল সিনেমাটিতে হৃতিক ও জুনিয়র এনটিআর ছাড়াও আরও দেখা যাবে অভিনেত্রী কিয়ারাকে। সিনেমাটি ২০১৯ সালের অ্যাকশন থ্রিলার ‘ওয়ার’র সিক্যুয়েল।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :