কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর জন্য পুরস্কারপ্রাপ্ত বেলজিয়ান অভিনেত্রী এমিলি দ্যকেন মারা গেছেন। রোববার (১৬ মার্চ) রাতে ফ্রান্সের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৪৩ বছর বয়স হয়েছিল। মৃত্যুর সময় স্বামী, লেখক মিশেল ফেরাচ্চি এবং মেয়ে মিলা সাভারেসকে রেখে গেছেন এ অভিনেত্রী।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী অভিনেত্রীর পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। জানিয়েছে, প্যারিসের বাইরে একটি হাসপাতালে বিরল ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এমিলি দ্যকেনের। এর আগে ২০২৩ সালে অ্যাড্রেনোকোর্টিক্যাল কার্সিনোমা শনাক্তের খবর জানানো হয়েছিল। এটি কিডনির অ্যাড্রিনাল গ্রন্থির ক্যানসার।
এ অভিনেত্রী ১৯৮৯ সালে ডার্ডেন ব্রাদার্সের ‘রোসেটা’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন।
১৯৮১ সালের ২৯ আগস্ট বেলজিয়ামের বেলোইলে জন্মগ্রহণ করেন এমিলি দ্যকেন। মাত্র ১৮ বছর বয়সে ‘রোসেটা’ সিনেমায় অভিনয় করেন তিনি। এটি ছিল একজন কিশোরীর গল্প, যিনি মদ্যপ মায়ের সঙ্গে ট্রেলার পার্কে থাকেন। এতে অনবদ্য অভিনয়ের জন্য কান চলচ্চিত্র উৎসবের মর্যাদাপূর্ণ সেরা অভিনেত্রীর পুরস্কার এনে দেয়। এছাড়া ১৯৯৯ সালের উৎসবে পাম ডি’অরও লাভ করে সিনেমাটি।
এমিলি দ্যকেন ক্রিস্টোফ গ্যান্সের কর্মার্শিয়াল সফল সিনেমা ‘ব্রাদারহুড অব দ্য উলফ’ (২০০১) এবং পরবর্তীতে মূলধারার ও স্বাধীন সিনেমার মিশ্রণেও অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে ফিলিপ লিওরেটের ‘দ্য লাইট’ (২০০৪), ২০০৯ সালের নাটক ‘দ্য গার্ল অন্য দ্য ট্রেন’, ক্যাথেরিন ডেনুভ এবং ফ্রাঙ্ক রিচার্ডের ২০১০ সালের ভৌথিক সিনেমা ‘দ্য প্যাক’।
এ অভিনেত্রীর অন্যান্য উল্লেখযোগ্য কৃতিত্বের মধ্যে রয়েছে ‘বেলজিয়ান রোম-কম ‘নট মাই টাইপ’ (২০১৪), রাজনৈতিক নাটক ‘দিস ইজ আওয়ার ল্যান্ড’ (২০১৭), ইমানুয়েল মুরেটের ‘লাভ অ্যাফেয়ার’ (২০২০) এবং লুকাস ধন্টের ‘ক্লোজ’(২০২২)। তার অভিনীত শেষ সিনেমা ছিল ইংরেজি ভাষার ‘সারভাইভ’।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :