AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘বৈয়াম পাখি’ নিয়ে অ্যালেন স্বপনের সঙ্গে জেফার


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:৫৯ পিএম, ২০ মার্চ, ২০২৫
‘বৈয়াম পাখি’ নিয়ে অ্যালেন স্বপনের সঙ্গে জেফার

‘মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন’– সংলাপ দিয়ে শেষ হয়েছিল দর্শকপ্রিয় ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। রহস্য রেখে শেষ হয়েছিল সিরিজটি। শেষ দৃশ্যে মুখ ঢাকা একজনের সঙ্গে কথা বলছিলেন স্বপন। কে সেই মুখ ডাকা মানুষ? কেনই বা স্বপনকে খুঁজছিলেন তিনি? এমন আরও কিছু প্রশ্ন রেখে শেষ হয়েছিল ‘অ্যালেন স্বপন’কে নিয়ে নির্মিত প্রথম সিরিজ। সেসব জট এবার খুলতে যাচ্ছে।

অ্যালেন স্বপন এর নতুন বৈয়াম পাখি জেফার

চলে এসেছে মাইশেলফ অ্যালেন স্বপন ২’– এর ঘোষণা। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সিজন–২ মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঈদুল ফিতরেই সিরিজটি দেখতে পারবেন দর্শকরা। এর আগে সিরিজটির প্রথম পর্ব দারুণ জনপ্রিয়তা পায়। সেই ধারাবাহিকতায় আসছে দ্বিতীয় কিস্তি। নতুন এই সিরিজটিতে যুক্ত হয়েছেন জেফার।

সিরিজে তিনি শুধু গানেই কণ্ঠ দেননি, করেছেন অভিনয়ও। সিরিজ এবং চরিত্রটি নিয়ে আগে থেকেই জানা ছিল তার। সিরিজের ‘বৈয়াম পাখি ২.০’ গানে কণ্ঠ দিয়েছেন জেফার।

আসছে ‍‍`অ্যালেন স্বপন ২‍‍`, নতুন ‍‍`বৈয়াম পাখি‍‍` হবেন জেফার!

‘বৈয়াম পাখি ২.০’ গানটি মূলত ২০২৩ সালে মুক্তি পাওয়া গানের নতুন ভার্সন। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছিলেন অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করা নাসির উদ্দিন খান। নতুন ভার্সনে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জেফার। খৈয়াম শানু সন্ধির সুর ও সংগীতায়োজনে গানটি লিখেছেন খৈয়াম শানু সন্ধি, ম্যাক্স রহমান ও শেখ কোরাশানী।

জেফার বলেন, গানটি একজন গ্যাংস্টারের কণ্ঠে শুনেছে সবাই। সেখানে তার বেপরোয়া ভাবটা উঠে এসেছে। এবার তাকে একজন চ্যালেঞ্জ করছে এবং তিনি একজন নারী। ব্যাপারটা ভালো লেগেছে জন্যই গানটিতে যুক্ত হওয়া।

ফিরছেন অ্যালেন স্বপন, নতুন ‍‍`বৈয়াম পাখি‍‍` জেফার - NewsNow24

২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পায় আলোচিত চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’। তারই চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া বেশ কিছু সংলাপ ও দারুণ অভিনয় দিয়ে চরিত্রটি পায় দর্শকপ্রিয়তা। ২০২৩ সালে মুক্তি পায় ‍‍`মাইশেলফ অ্যালেন স্বপন‍‍`র প্রথম সিজন।

প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় সিজনেও। ঈদে চরকিতে মুক্তি পাবে  ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’। 


একুশে সংবাদ/ এস কে

Link copied!