AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুটিতে ফিরছেন ইন্দ্রনীল-ইশা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:০৯ পিএম, ২০ মার্চ, ২০২৫
জুটিতে ফিরছেন ইন্দ্রনীল-ইশা

দোলের দিন সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’র আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। ছবিতে দীর্ঘ দিন পরে জুটিতে ফিরছেন ইন্দ্রনীল সেনগুপ্ত-ইশা সাহা। প্রসঙ্গত, ‘তরুলতার ভূত’ ছবিতে প্রথম তারা জুটি বেঁধেছিলেন। প্রথম ছবি থেকেই তাদের নিয়ে প্রেমের গুঞ্জন। সেই সময় শোনা গিয়েছিল, সেটের মধ্যেই নাকি নায়িকার জন্মদিন পালন করেছিলেন ইন্দ্রনীল। তার কিছু দিনের মধ্যেই বরখা বিস্তের সঙ্গে দাম্পত্যে ইতি টানেন অভিনেতা। ফলে, চর্চা আরও জোরালো হয়।

যদিও সে সময় একাধিক বার এ রটনাকে ভুয়ো বলে দাবি করেছিলেন ইন্দ্রনীল এবং ইশা। এর পর থেকে আর তাদের পর্দা ভাগ করতে দেখা যায়নি। কিন্তু তাদের নিয়ে চর্চা থামেনি। সৃজিত তাদের ফেরাচ্ছেন, পর্দায়। চর্চা কি নতুন করে জন্ম নেবে? প্রযোজক রানা সরকার তার আগামী ছবির আনুষ্ঠানিক ঘোষণার পর ইশার কাছে জানতে চেয়েছিল আনন্দবাজার ডট কম। নায়িকার টানটান জবাব, “গুঞ্জন বাড়বে না কমবে— বিষয়টি নিয়ে আর মাথা ঘামাই না। কারণ, আমি কিছু করলেও লোকে বলবে, না করলেও।”

Ishaa saha | Actor Ishaa Saha And Indraneil Sengupta Again Pairing In Rana  Sarkar‍‍`s Laho Gouranger Naam Re Movie dgtl - Anandabazar

কিন্তু নায়ক যদি পর্দায় প্রথম জুটি বেঁধেই কেক কেটে নায়িকার জন্মদিন পালন করেন কিংবা শুটিংয়ের ফাঁকে একান্তে সময় কাটান-- তা হলে তো নিন্দকেরা বলবেনই! এ কথা জানাতেই ঝটিতি জবাব এসেছে, “এটাও খুবই বাজে রটনা। ইন্দ্রনীলদা কেক আনেননি। শুটিংয়ের সময় কারও জন্মদিন এলে ইউনিট থেকে কেক আনানো হয়। সকলে মিলে উদ্‌যাপনে যোগ দেন।” তাঁর দ্বিতীয় যুক্তি, ‘তরুলতার ভূত’-এর আগে তিনি অভিনেতাকে চিনতেনও না। ফলে, আলাদা করে সময় কাটানোর প্রশ্নই নেই।

ইন্দ্রনীল এবং ইশা আর অচেনা নন। এ বার তারা দ্বিতীয় ছবিতে কাজ করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাদের। এ বার কি অবসরে এক সঙ্গে আড্ডা দেবেন?

প্রশ্ন শুনে হেসে ফেলেছেন নায়িকা। বলেছেন, “মানুষ আমাদের শুটিং দেখতে পান না। ফলে বুঝতেও পারেন না, আমরা কতটা পরিশ্রম করি। একটা চরিত্র ফোটানো কতটা চাপের। ভাবেন, আমরা বোধহয় হইহই করে দিন কাটাই। নায়কদের সঙ্গে প্রেম করি। একান্তে সময় কাটাই। দিনের শেষে মোটা অঙ্কের টাকা নিয়ে বাড়ি ফিরি। বিশ্বাস করুন, সেটে আমাদের দম ফেলার সময় থাকে না। একান্তে সময় কাটানো অনেক দূরের কথা।”

খানিক থেমে তিনি আরও বলেছেন, “ সকলকে বলছি, সেটে কেন, সেটের বাইরেও আমরা একান্তে সময় কাটাব না।”


একুশে সংবাদ/ এস কে

Link copied!