AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালাইকাকে দেখে কিশোরের বিশ্রী অঙ্গভঙ্গি!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:০৫ পিএম, ২২ মার্চ, ২০২৫
মালাইকাকে দেখে কিশোরের বিশ্রী অঙ্গভঙ্গি!

কয়েক দিন আগের ঘটনা। নাচের এক রিয়্যালিটি শো-তে রেমো ডি’সুজার সঙ্গে বিচারকের আসনে মালাইকা অরোরা। মঞ্চে এক ১৬ বছরের কিশোর প্রতিযোগী। মালাইকাকে দেখে হঠাৎই যেন সে মাত্রাতিরিক্ত উৎসাহী। নাচতে নাচতে অভিনেত্রীর উদ্দেশ্যে চুম্বন ছোড়ে সে! চোখের ইশারা করে। ব্যস, সঙ্গে সঙ্গে প্রতিবাদে ফেটে পড়েন অভিনেত্রী। রাগের চোটে ক্যামেরার সামনে বকাবকি করতে থাকেন। সেই ভিডিও ভাইরাল। সমাজমাধ্যমেও কিশোরের আচরণ নিয়ে সমালোচনা চলতে থাকে।  

এ দিন এক সংবাদমাধ্যমে একান্ত সাক্ষাৎকার দিচ্ছিলেন ‘হিপহপ ইন্ডিয়া’র দ্বিতীয় সিজনের বিচারক। তার কথায়, “আমরাও নাচকে জীবন্ত করতে অভিনয় করি। উড়ন্ত চুম্বন দিই। চোখের ইশারাও করি। কিন্তু সে দিন ছেলেটি একটু বেশিই করছিল। মাত্র ১৬ বছরের এক কিশোরকে কি এই আচরণ মানায়?”

Malaika Arora recently scolded a 16 year old contestant for making  inappropriate gestures : 2025-03-18 | Aajkaal Bengali News, Bangla News,  Breaking News in Bengali

তিনি আরও জানান, শুরু থেকেই কিশোরের হাবভাব অন্য রকম ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত সে মালাইকার চোখে চোখ রেখে নেচেছে। সঙ্গে নিন্দনীয় অঙ্গভঙ্গি। যা মালাইকাকে অস্বস্তিতে ফেলে দেয়। তাই কিশোরের পারফর্ম্যান্স শেষ হতেই তিনি তার মায়ের যোগাযোগ নম্বর জানতে চান। কিশোরের আচরণের সমালোচনা করেন। 

সাক্ষাৎকারে অবশ্য প্রকৃত ঘটনা জানানোর পাশাপাশি প্রতিযোগীর প্রশংসাও করেন তিনি। জানান, কিশোরের নাচ নিখুঁত। সেখানে কোনও ফাঁকি নেই। সুযোগ পেলে ওই কিশোর আগামী দিনে অনেক বড় নৃত্যশিল্পী হবে।


একুশে সংবাদ/ এস কে

Link copied!