ললিপপ মুখে হেলিকপ্টার থেকে নেমে এলেন! দেখলে মনে হবে যে তিনি হলিউডের কোনও প্রখ্যাত চলচিত্র তারকা। এই তারকা চলচিত্র জগত নয়, বাইশ গজের তারকা। তিনি হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নার।
তবে এই সিনেমাতে ওয়ার্নার ভালো চরিত্র অভিনয় করছেন, নাকি খলনায়কের ভূমিকায় অভিয় করছেন তা বোঝা দায়। তবে তাঁর এই এক ঝলক দেখে সকলেই অবাক হয়েছেন। ক্রিকেটের পরে ভারতের মাটিতে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করে দিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তেলেগু-র সিনেমা ‘রবিনহুড’-এ দেখা গেল অজি ওপেনারের নতুন লুক।
একেবারে অন্য রকম ভাবে সকলের সামনে এলেন তিনি। তবে তেলেগু-র সিনেমা ‘রবিনহুড’ সিনেমার প্রি-রিলিজ ইভেন্টে আল্লু অর্জুনের কপি করে সকলের মন জিতলেন ডেভিড ওয়ার্নার।
ডেভিড ওয়ার্নারের আল্লু অর্জুনের প্রতি ভালোবাসা সর্বজনবিদিত, আর সেটাই দেখা গেল তাঁর তেলেগু-র প্রথম সিনেমা ‘রবিনহুড’-এর প্রি-রিলিজ ইভেন্টে। অস্ট্রেলিয়ার ক্রিকেটার, যিনি আগেও সোশ্যাল মিডিয়ায় আল্লু অর্জুনের জনপ্রিয় ‘পুষ্পা’ স্টাইল নকল করে সকলের ভালোবাসা অর্জন করেছিলেন, এবার সরাসরি মঞ্চে ‘শ্রীভল্লী’ গানের আইকনিক হুক স্টেপ করে ভক্তদের উপহার দিলেন ওয়ার্নার।
দারুণ করতালি ও উল্লাসের মাঝে ডেভিড ওয়ার্নার ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘শ্রীভল্লী’ গানের সেই বিখ্যাত স্টেপ নকল করলেন। সেই সময়ে অনুষ্ঠানের উপস্থিত দর্শকদের দারুণভাবে আনন্দিত করেন ডেভিড ওয়ার্নার। তেলেগু সিনেমার প্রতি তার গভীর আগ্রহ ফুটে উঠেছে, এবং পারফরম্যান্সের পুরো সময়জুড়ে ওয়ার্নার হাসিমুখেই ছিলেন।
এর মাঝেই ‘রবিনহুড’ ছবির ট্রেলর প্রকাশ করা হয়। যেখানে ডেভিড ওয়ার্নারকে একেবারে অন্য ভূমিকায় দেখা গেল।
‘রবিনহুড’ ইভেন্টে ডেভিড ওয়ার্নার অভিনেত্রী শ্রীলীলা, নীতীন ও কেতিকা শর্মার সঙ্গে ‘আধি ধা সারপ্রাইসু’ গানে নাচেন, যার ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। এর আগেও আল্লু অর্জুন ওয়ার্নারকে জানিয়েছিলেন যে দেখা হলে তিনি তাকে ‘পুষ্পা পুষ্পা’ গানের হুক স্টেপ শিখিয়ে দেবেন।
‘রবিনহুড’-এর নির্মাতারা এক্স-এ ওয়ার্নারের ‘শ্রীভল্লী’ নাচের ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ‘ভক্তদের প্রিয় @davidwarner31 ব্লকবাস্টার #Pushpa হুকস্টেপ করলেন #Robinhood ট্রেলার লঞ্চ ও গ্র্যান্ড প্রি-রিলিজ ইভেন্টে।’ ইভেন্টের ছবি ও ভিডিয়ো দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
ওয়ার্নার ‘রবিনহুড’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করছেন, যা একটি তেলেগু অ্যাকশন থ্রিলার। এতে অভিনয় করেছেন নীতীন ও শ্রীলীলা। ছবিটি পরিচালনা করেছেন বেঙ্কি কুদুমুলা, আর সংগীত পরিচালনা করেছেন জিভি প্রকাশ কুমার। ‘রবিনহুড’ মুক্তি পাচ্ছে ২৮ মার্চ, ২০২৫-এ। সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিতে ওয়ার্নারের প্রথম ঝলক।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :