AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাশমিকার মেয়ের বিপরীতেও আমি অভিনয় করব : সালমান


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:১৯ পিএম, ২৪ মার্চ, ২০২৫
রাশমিকার মেয়ের বিপরীতেও আমি অভিনয় করব : সালমান

বলিউড অভিনেতা সালমান খান। অভিনয় জীবনে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। বলা চলে বলিউডে ঈদ মানেই সালমান খানের সিনেমা। এবারো তাই। আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সালমান খান-রাশমিকা মান্দানা জুটির ‘সিকান্দার’ সিনেমা। রোববার (২৩ মার্চ) উন্মুক্ত হয়েছে সিনেমাটির ট্রেলার। ট্রেলার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পুরো সিকান্দার টিম। উপস্থিত ছিলেন সালমান খানও।  

এদিকে, দেখেছিস, হাঁটুর থেকেও ছোট নায়িকার সঙ্গে রোম্যান্স করছে! ‘সিকান্দার’ ছবির জন্য এমন কথাই শুনতে হয়েছে সালমানকে। সে দিন একটা কথাও বলেননি তিনি। চুপচাপ শুনেছেন। তবে এদিন অনুষ্ঠানে হাজির হয়ে নিন্দুকের কটাক্ষের জবাব দেন। জবাবে সালমান খান বলেন, হোক ৩১ বছরের পার্থক্য! রাশমিকার আপত্তি নেই। ওর বাবার কোনো আপত্তি নেই। আপনাদের সমস্যা কোথায়?

সালমানের দাবি, আগামীতে রাশমিকা বিয়ে করবেন। তার সন্তান হবে। তার পরেও আমরা জুটি বেঁধে কাজ করব। বলেই নায়িকাকে জিজ্ঞেস করেন, কী তাই তো? সঙ্গে সঙ্গে বড় করে মাথা নাড়িয়ে সম্মতি দেন রাশমিকা। সালমান রসিকতাও করেন, রাশমিকার মা তার সঙ্গে অভিনয়ের অনুমতি দেবেন।

এ দিন ছবি শিকারিদেরও ছাড়েননি তিনি। তাদের লক্ষ্য করে বলে ওঠেন, মাঝেমাঝে নানা কারণে হয়তো কয়েক রাত ঘুম হলো না। সঙ্গে সঙ্গে নেটাগরিকেরা হাত ধুয়ে পিছনে পড়ে যান। নানাভাবে কৌতূহল প্রকাশ করেন। তাদের বোঝাতে হয়, সালমানের সব কিছু এখনও ফুরিয়ে যায়নি!

এদিন অনুষ্ঠানে ‘ভাইজান’-এর সঙ্গে ছিলেন ছবির নায়িকা রাশমিকা মান্দানা, সত্যরাজ, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা, কাজল আগারওয়াল প্রমুখ। 

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!