AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তামিম ইকবালের সুস্থতা কামনা করে যা বললেন শাকিব খান


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:৫৯ পিএম, ২৪ মার্চ, ২০২৫
তামিম ইকবালের সুস্থতা কামনা করে যা বললেন শাকিব খান

মাঠে হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। এ খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন দেশবাসী। এমনকি বাদ যায়নি শোবিজ ইন্ডাস্ট্রির তারকারাও।

তাদেরই একজন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এরই মধ্যে এ নায়ক তামিম ইকবালের সুস্থতা কামনা করেছেন। সোমবার (২৪ মার্চ) বেলা ১২টা ৫১ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে অভিনেতা লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।’

ঢালিউড তারকার পোস্ট দৃষ্টি এড়ায়নি নেটিজেনদের। মন্তব্যের ঘরে দুই তারকার শুভাকাঙ্ক্ষীই তামিমের জন্য সুস্থতা কামনা করেছেন ও প্রার্থনা জানিয়েছেন।

প্রসঙ্গত, এদিন সকালে মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলার জন্য সাভার বিকেএসপি মাঠে অল্প সময়ের মধ্যে দু’বার হার্ট অ্যাটাকের শিকার হন তামিম ইকবাল। পরে তাৎক্ষণিক নিকটস্থ হাসপাতালে নেয়া হলে হার্টে রিং পরানো হয়। আর বর্তমানে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল সংবাদমাধ্যমে জানিয়েছেন, জ্ঞান ফিরে পেয়েছেন তামিম এবং তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তবে এখনো তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।


একুশে সংবাদ/ এস কে

Link copied!