AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদের দুই নাটকে তোরসা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:৫৫ পিএম, ২৫ মার্চ, ২০২৫
ঈদের দুই নাটকে তোরসা

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ মুকুট জয়ী রাফাহ নানজিবা তোরসা। অভিনয়ে নাম লেখিয়ে বেছে বেছে কাজ করছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবারের ঈদে ‘ফাগুন এভাবেও আসে’ ও ‘শুভ কাজে দেরি করতে নাই’ নামের দুটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাহিদ হাসনাত পরিচালিত ‘ফাগুন এভাবেও আসে’ একক নাটকটিতে তোরসার সহশিল্পী দিব্য। ভালোবাসা হারানোর এবং এক নতুন শুরুর গল্পে নাটকটি নির্মিত হয়েছে। ঈদ আয়োজনে নাটকটি কাহিনি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানা গেছে।

‘শুভ কাজে দেরি করতে নাই’ কমেডি গল্পে নাটকটি নির্মিত হয়েছে বলে নির্মাতা আরমান রহমান প্রত্যয় জানিয়েছেন। এতে তার বিপরীতে রয়েছেন শামীম হাসান সরকার। চ্যানেল নাইনে নাটকটি প্রচার হবে। এরপর কাহিনি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। নাটক দুটি প্রযোজনা করেছেন খালেদ সজীব।

এ প্রসঙ্গে তোরসা বলেন, ‘দুটি নাটকের চরিত্রেই ভিন্নতা আছে। দুটির গল্প একেবারে আলাদা। একটি রোমান্টিক অন্যটি, কমেডি গল্পে নির্মিত হয়েছে। দারুণ দুটি চরিত্রে অভিনয় করেছি। ঈদ আয়োজনে থাকতে পেরে ভালো লাগছে। আশা করছি, নাটক দুটি প্রচারে এলে সবার ভালো লাগবে।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি শুরু থেকেই বেছে বেছে কাজ করার চেষ্টা করছি। গল্প পছন্দ না হলে কাজ হাতে নেই না। গল্প ও চরিত্র ভালো হলে সব ধরনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত আছি। নাটক, সিনেমা এবং ওটিটি সব মাধ্যমেই নিজেকে প্রমাণ করতে চাই।’

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ মুকুট জয় করার পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আন্তর্জাতিক ফ্যাশন রানওয়েত ‘লাদাখ’সহ বিভিন্ন আয়োজনে অংশ নিয়েছেন তোরসা। এখন অভিনয়ে মন দিতে চান তিনি। তোরসা অভিনীত প্রথম টেলিফিল্ম ‘স্বপ্ন তোমার জন্য’। এরপর আরো বেশিকিছু কাজ করেছেন। দেখা গেছে ওয়েব মাধ্যমেও। কাজ করেছেন সিনেমাতেও। তোরসা এখন নিজেকে ব্যস্ত রেখেছেন নানা কাজে। এছাড়া নিয়মিত বিভিন্ন সামাজিক কাজে অংশ নিচ্ছেন তিনি।

একুশে সংবাদ/ এস কে

Link copied!