শ্রাবন্তী চ্যাটার্জি টালিউড ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেত্রী। বছরের প্রায় সময়ই কোনো না কোনো কারণে সংবাদের শিরোনামে থাকেন তিনি। এসবের অধিকাংশই থাকে ব্যক্তিজীবন নিয়ে। কাজের থেকে ব্যক্তিজীবনের প্রেম-ভালোবাসা নিয়ে চর্চা ও সমালোচনা যেন তার নামের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে এবার ভিন্ন কারণে আলোচনায় উঠে এসেছেন এ নায়িকা।
পর্দায় অভিনয়ের পাশাপাশি মাঝে মধ্যেই বিভিন্ন শো করার জন্য নানা অঞ্চলে যেতে হয় অভিনয়শিল্পী ও সংগীত তারকাদের। এ থেকে ব্যতিক্রম নয় টালিউডের শ্রাবন্তী। এই শো করতে গিয়েই নানা অভিজ্ঞতা হয়। সম্প্রতি একটি শো করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন শ্রাবন্তী।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, শ্রাবন্তীকে দেখার জন্য তীব্র ভিড় জমেছে। তাকে মঞ্চে পৌঁছে দেয়ার জন্য বাঁশ দিয়ে ঘিরে রাস্তা করা হয়েছে। সেই রাস্তা দিয়ে হেঁটে মঞ্চের দিকে যাচ্ছেন অভিনেত্রী। এই সময় তাকে দু’হাত দিয়ে ঘিরে নিরাপদে মঞ্চে পৌঁছে দেয়ার চেষ্টা করেন নিরাপত্তরক্ষীরা।
এমন নিরাপত্তার বেড়াজাল থাকার পরও প্রিয় তারকাকে একবার দেখার জন্য, ছবি তোলার জন্য, এমনকি একটু ছুঁয়ে দেখার চেষ্টা করছিলেন অনেকে। ভিডিওতে আরও দেখা যায়, অজ্ঞাত এক যুবক অশালীনভাবে স্পর্শের চেষ্টা করেন শ্রাবন্তীকে। বিষয়টি বুঝতে পারার পর সঙ্গে সঙ্গে তাকে মারার জন্য উদ্যত হন তিনি। একজনকে একটি থাপ্পড়ও দেন। রেগে কিছু একটা বলেনও।
এ সময় চারপাশে অনেক দর্শক-শ্রোতা থাকায় টালি তারকার কথা বোঝা যায়নি। তবে রাগন্বিত অভিনেত্রীকে সামলে সেখান থেকে সরিয়ে মঞ্চে তোলেন নিরাপত্তারক্ষীরা। আর এ ভিডিও ছড়িয়ে পড়তেই বেশ চটেছেন নেটিজেনরা। নারী অভিনয়শিল্পীর ওপর এ ধরনের নোংরা ও অশালীন আচরণ মোটেও ঠিক হয়নি বলে মন্তব্য করছেন সবাই। তবে ঠিক কোথায় ঘটেছে ঘটনাটি, তা স্পষ্ট নয়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :