AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বর্ষাকে ধুয়ে দিলেন পরীমণি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:৩৫ পিএম, ২৬ মার্চ, ২০২৫
বর্ষাকে ধুয়ে দিলেন পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বর্তমানে সিনেমার পাশাপাশি দুই সন্তান নিয়েই ব্যস্ততা তার। তবে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় তাকে। প্ল্যাটফর্মটিতে সিনেমা, ক্যারিয়ার, ব্যক্তিজীবন এবং সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন এ অভিনেত্রী।

এবার সেই ধারাবাহিকতায় কারও নাম না উল্লেখ করে ইঙ্গিতমূলক একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ফেসবুক অ্যাকাউন্ট এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘জি ছোট্ট আপা, একদম ঠিক। সঠিক বলেছেন আপনি। একটা সময় থাকে দেখতে নায়িকা নায়িকা লাগে (আপনার ভাষ্যমতে), দেখতে সুন্দর লাগে পর্দায়। ওকে। কিন্তু আপা, আপনার সন্তান বড় হওয়ার সঙ্গে পর্দায় হিরোইন লাগার কোনো ব্যাপারই নেই। কারণ, আপনি এটা করার অপচেষ্টা যে করে গেছেন, সেটা আজীবনই রয়ে যাবে।’

‘জি, আপনি খুবই বাস্তববাদী। আপনি এতই বাস্তববাদী যে, আপনার হাতে আটকে থাকা তিনটি সিনেমা শেষ হওয়ার পরই সিনেমা থেকে সরে যেতে চাইছেন। যদি সত্যি আপনার নিজস্ব কোনো অনুভূতি থেকে এখান থেকে চলে যেতে চান, তো এই মুহূর্তেই ছেড়ে দেন। আর যদি না ছাড়তে হয়, তাহলে আজীবন এটাকে সগর্বে বহন করে যান। এই যে আপনি এত যুগ পরে এসে আপনার সন্তানদের দোহাই দিচ্ছেন, এটা খুবই খামখেয়ালিপনা। এই যে আপনি বলছেন আপনার সন্তানদের কারো দশ বছর হয়ে যাবে, কারো সাত বছর হয়ে যাবে।’

এ অভিনেত্রী প্রশ্ন রেখে লিখেছেন, ‘আপা আপনি কি একবারও ভেবেছেন, আপনার বয়সে, আপনার ক্যারিয়ারে আপনি কাকে কত বছর ধরে জিম্মি করে রেখেছেন? সেটা একবার ভাবেন তো আপা। কত বছর ধরে এই ইন্ডাস্ট্রি ডুবাচ্ছেন, সেটা একবার ভাবেন। আপনার সন্তানদের যদি আপনাকে দেখতে নাই ভালো লাগে, যে মা নায়িকা হলে তারা তার মাকে গ্রহণ করতে পারবে না লজ্জায়। তাহলে অন্তত এইটুকু গ্যারান্টি দেন যে, তারা ভুলতে পারবে কোনোদিন আপনি কোনো একজন নায়িকা ছিলেন? কোনো একদিন নাচাগানা করেছেন, কোন একদিন নাভি দেখিয়েছিলেন পর্দায়? কোন একদিন আপনার হাঁটুর কাপড় উড়ে গিয়েছিল কোনো এক ফ্রেমে? কোনো একদিন ঠোঁটের কোণে কামড় দিয়েছিলেন ক‍্যামেরার অ্যাকশনে? যা দেখে শিস বাজিয়েছিল সিনেমা হলের রিকশাচালক দর্শক? সেগুলো অন্তত ভুলিয়ে দেন আমাদের। তারপর আপনার সন্তান নিয়ে চিন্তা করেন।’

এদিকে পরীমণি তার স্ট্যাটাসে কারও নাম উল্লেখ না করলেও, নেটিজেনরা বলছেন, চিত্রনায়িকা বর্ষাকে ইঙ্গিত করেই হয়তো স্ট্যাটাসটি দিয়েছেন। কেননা, কয়েকদিন আগে চিত্রনায়িকা বর্ষা এক ঘোষণায় বলেন, ছেলেরা বড় হচ্ছে, বড় হয়ে যদি তারা দেখে, তার মা সিনেমার নায়িকা, তখন কী ভাববে? এসব ভেবেই সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।

অভিনেত্রী বর্ষার এই বক্তব্য নিয়ে এরইমধ্যে আবার অনেক তারকা ক্ষোভ প্রকাশ করেছেন। এ কারণে বর্ষা ও পরীমণি উভয়ের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ধারণা করছেন, এসব কারণে হয়তো বর্ষাকে ইঙ্গিত করেই স্ট্যাটাসটি দিয়েছেন পরীমণি।
 

একুশে সংবাদ/ এস কে

Link copied!