ঢালিউড মেগাস্টারকে নিয়ে রায়হান রাফি আবারও সিনেমা নির্মাণ করছেন। ইতোমধ্যে শাকিব খান শুটিং শুরু করেছেন। ২৮ মার্চ নায়কের জন্মদিনে ফার্স্ট লুক প্রকাশ করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ।
তবে এই সিনেমায় কে থাকছেন নায়িকা তা নিয়ে আগে থেকেই ছিল জোর গুঞ্জন। এবার জানা গেল শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর।
‘তাণ্ডব’-এর মাধ্যমে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে সাবিলা নূরকে। ছবির গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান।
একটি সূত্রে জানা গেছে, দেশের বেসরকারি একটি টেলিভিশনে হামলার ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে সিনেমাটি। যদিও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি পরিচালকের কাছ থেকে।
রায়হান রাফির গল্পে পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :