‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’ যে এক দুর্দান্ত নাচের গান হতে যাচ্ছে, তার আঁচ পাওয়া যায় টিজারেই। মেগাস্টার শাকিব খানের সঙ্গে ওপার বাংলার নায়িকা নুসরাত জাহানের রসায়নও মনে ধরেছে দর্শক শ্রোতাদের- তা বোঝা গেল শুক্রবার সন্ধ্যায় এসেছে পূর্ণাঙ্গ গান প্রকাশের পর।
শুক্রবার (২৮ মার্চ) রাতে প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে নতুন আইটেম গানটি প্রকাশিত হয়। তিন মিনিট তিন সেকেন্ডের গানটিতে শাকিব খান ও নুসরাত মিউজিকের তালে তালে মাতিয়ে রাখেন ড্যান্স ফ্লোর।
এ গানের লিংক শেয়ার করে নিজের ভেরিফাইড ফেসবুকে ওই দিনই শাকিব একটি স্ট্যাটাস দেন।

এদিকে গানের সঙ্গে মিল রেখে যে ভিডিও তৈরি করা হয়েছে তাতে বলিউড সিনেমার আমেজ ফুটে উঠেছে। লুক, কস্টিউম, সেট ডিজাইন ও নাচ দেখে রীতিমতো অবাক দুই বাংলার ভক্তরা।
জমকালো নাচ ও গানের আয়োজনের আইটেম গান ‘চাঁদ মামা’র কথা, সুর ও সংগীতায়জনের দায়িত্বে ছিলেন প্রীতম হাসান। দর্শকপ্রিয়তায় এরইমধ্যে অর্ন্তজালে মুক্তি পাওয়া গানটি মাত্র ১৩ ঘণ্টার মধ্যে ৬০৬ হাজার ভিউ সংখ্যা ছাঁড়িয়েছে।
সিনেমাবোদ্ধারা বলছেন, ‘তুফান’ সিনেমায় কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে শাকিবের ‘উরাধুরা’ গানকে জনপ্রিয়তায় ছাঁড়িয়ে যেতে পারে ‘বরবাদ’র ‘চাঁদ মামা’ গানটি।
প্রসঙ্গত, ‘চাঁদ মামা’র আগে নাকাব সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল নুসরাতকে। সে সিনেমার দীর্ঘ ১০ বছর পর ‘বরবাদ’র আইটেম গানে জুটি হয়ে ধরা দিয়েছেন শাকিব ও নুসরাত।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :