‘স্কুইড গেম’-এর নম্বর ০০১ চরিত্রে অভিনয় করে যিনি বিশ্বব্যাপী দর্শকদের হৃদয় জয় করেছিলেন, সেই ও ইয়েওং-সু-র বিরুদ্ধে এমন অভিযোগ এবং আদালতের দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি অনেককেই বিস্মিত ও হতাশ করেছে।
ঘটনাটি ২০১৭ সালের, কিন্তু এটি অনেক পরে প্রকাশ্যে এসেছে। এতে অনেকেই প্রশ্ন তুলছেন—কেন এতদিন পর এই অভিযোগ আনলেন অভিযোগকারিণী। তবে অনেক ক্ষেত্রেই ভুক্তভোগীরা তাৎক্ষণিকভাবে সাহস করে অভিযোগ আনতে পারেন না, যা মানসিক চাপ বা সামাজিক ভয় থেকেই হয়ে থাকে।
ও ইয়েওং-সু তার বক্তব্যে একদিকে নিজেকে নির্দোষ বলছেন, আবার অন্যদিকে বলছেন, “আমি বাবার মতো মন নিয়ে যা করার করেছি”। এই ধরনের বক্তব্য কিছুটা ধোঁয়াশাপূর্ণ এবং আদালত সম্ভবত এটিকে দায় স্বীকারের মতোই বিবেচনা করেছে।
দক্ষিণ কোরিয়ার মতো দেশে, যেখানে সম্মান ও সামাজিক অবস্থান অনেক বড় বিষয়, সেখানে এমন একটি ঘটনায় একজন প্রবীণ ও খ্যাতনামা শিল্পীর বিরুদ্ধে রায় দেওয়া সত্যিই দৃষ্টান্তমূলক।
দীর্ঘ ৫০ বছরের কর্মজীবনে এমন বিতর্কিত ঘটনা তাকে শুধু আইনি ঝামেলাতেই ফেলেনি বরং তার সম্মান, ক্যারিয়ার ও ভবিষ্যৎ প্রজেক্টগুলোকেও ক্ষতিগ্রস্ত করেছে।
এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন বলে জানিয়েছেন। তাই দেখা যাক, ভবিষ্যতে কী ঘটে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :