AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আটাশ পেরিয়ে রাশমিকা এখন ঊনত্রিশে


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:৩৪ পিএম, ৬ এপ্রিল, ২০২৫
আটাশ পেরিয়ে রাশমিকা এখন ঊনত্রিশে

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা সম্প্রতি ২৯ বছর বয়সে পা রেখেছেন। ৩০ পেরোনোর আগেই তার ক্যারিয়ারের সফলতা অনেকেই প্রশংসা করছে। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বলিউড, সবখানেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। জন্মদিন উপলক্ষে রাশমিকা ওমানের সালালাহ শহরে ছুটি কাটাতে গিয়েছেন এবং সেখান থেকেই শেয়ার করেছেন কিছু আনন্দময় মুহূর্তের ছবি।

৪ এপ্রিল তার শেয়ার করা ছবিগুলোর ক্যাপশনে রাশমিকা লিখেছেন, “ভালো খাবার, প্রায় ফেটে যাবে এমন খুশি পেট। তবে রেগে আছেন আমার ট্রেইনার জুনাইদ শেখ ও সাগর। আমি এটা কোথাও পড়েছিলাম। সালালাহ - সূর্য, বালু আর হাসির দেশ। কত সুন্দর শোনায় না!” ছবিতে তাকে বেশ প্রাণবন্ত ও আনন্দিত দেখা গেছে, যেন জন্মদিনের মুহূর্তগুলো মনের মতো কাটাচ্ছেন।

মুগ্ধ রাশমিকা

এই পোস্টের পর ভক্তরা এক প্রশ্ন করছিলেন, বিজয় দেবেরাকোন্ডা কোথায়? কিছুদিন আগে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল, তবে সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক কিছু বলেননি দুজনই।

প্রেম করছেন রাশমিকা, সঙ্গী কে?

রাশমিকা বর্তমানে বেশ ব্যস্ত আছেন অভিনয় জীবন নিয়ে। তার সর্বশেষ সিনেমা ‘সিকান্দার’, যেখানে তিনি সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন, ৩০ মার্চ মুক্তি পেয়েছে।

রশ্মিকা মন্দানা -কর্ণাটক ক্রাশ নামে পরিচিত অভিনেত্রী

এছাড়াও, ‘কুবেরা’ নামের একটি সামাজিক থ্রিলারে তিনি ধানুষ ও নাগার্জুনা আক্কিনেনির সঙ্গে অভিনয় করছেন। এই সিনেমার কাজও তার কেরিয়ারকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামী জুনে এই সিনেমাটি মুক্তি পাবে, যা তার ভক্তদের জন্য আরও একটি অপেক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!