AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবনে অসংখ্য পুরুষ, তবুও একাকী! বলিউডের এই পাঁচ নারী


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:৪৬ পিএম, ৬ এপ্রিল, ২০২৫
জীবনে অসংখ্য পুরুষ, তবুও একাকী! বলিউডের এই পাঁচ নারী

বলিউডের অনেক নারী তাদের জীবনে একাকিত্বকে সাহসের সঙ্গে গ্রহণ করেছেন এবং তাদের এই সিদ্ধান্ত নারী স্বাধীনতার একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। এই নারী অভিনেত্রীরা কোনো সমাজিক চাপের সামনে না দাঁড়িয়ে নিজেদের পথ বেছে নিয়েছেন। তাদের এই সাহসী পদক্ষেপ অনেক নারীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।

১. সুস্মিতা সেন - বিভিন্ন সম্পর্কের মধ্যে থেকেও সুস্মিতা একাই আছেন, কিন্তু তিনি দুই কন্যা সন্তানকে দত্তক নিয়ে তাদের সঙ্গে সুখী জীবন কাটাচ্ছেন।

Susmita Sen | Skin Care Routine of Bollywood Actor Sushmita Sen dgtl -  Anandabazar

২.টাবু - ৫২ বছর বয়সে, টাবু একক জীবনে সুখী। তিনি বলেছেন, “একাকী থাকা নেতিবাচক নয়; সুখ আসতে পারে অনেক জায়গা থেকে।”

৩. অমিশা পটেল - বলিউড থেকে কিছুটা দূরে সরে গেলেও অমিশা একক জীবনযাপন করছেন। বিয়ে না করেও পূর্ণাঙ্গ জীবন কাটাচ্ছেন।

HD wallpaper: Amisha Patel, fashion, beauty, looking at camera, front view  | Wallpaper Flare

৪. নার্গিস ফাখরি - ‍‍`রকস্টার‍‍` ছবিতে রণবীর কাপূরের সঙ্গে তার রসায়ন দর্শকরা বেশ উপভোগ করেছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি একাকী থাকার সিদ্ধান্ত নেন।

সন্দীপে মজেছেন নার্গিস! EVM NEWS

৫. রেখা - রেখার জীবনে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটে যখন তার স্বামী মুকেশ আগরওয়াল আত্মহত্যা করেন। তারপর তিনি একাই জীবন কাটাচ্ছেন, যদিও তার মনে অমিতাভ বচ্চনের প্রতি গভীর ভালোবাসা রয়েছে।

রেখার আয়ের উৎস: গত কয়েক বছর ধরে কোনও সিনেমা করেননি রেখা৷ কিন্তু তাঁর  বিলাসবহুল জীবনযাপন দেখে তা বোঝার উপায় নেই। কিন্তু অভিনয় থেকে দূরে ...

এই নারীরা প্রমাণ করেছেন, একাকীত্ব কখনওই দুর্বলতার চিহ্ন নয় বরং এটি আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদার প্রতীক হতে পারে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!