ভারতের জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো ‘সিআইডি’ বছরের পর বছর ধরে দর্শকদের মুগ্ধ করে আসছে। এই শো’র কিছু চরিত্র মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে। তাদের মধ্যে অন্যতম হলেন এসিপি প্রদ্যুমন। পাশাপাশি অভিজিৎ ও দায়া চরিত্রগুলোও ভীষণভাবে জনপ্রিয়। এদের ছাড়া যেন ‘সিআইডি’ কল্পনাই করা যায় না।
তবে এবার শোনা যাচ্ছে, দর্শকদের প্রিয় এসিপি প্রদ্যুমনকে আর দেখা যাবে না এই শো’তে। দীর্ঘদিনের সঙ্গ ছেড়ে এবার ‘সিআইডি’ থেকে চির বিদায় নিচ্ছেন তিনি।
এসিপি প্রদ্যুমনের চরিত্রে অভিনয় করা অভিনেতা শিবাজি সাতম ‘সিআইডি’-র অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তার বিদায়ের খবর সামনে আসতেই ভেঙে পড়েছেন অগণিত ভক্ত। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, একটি বোমা বিস্ফোরণে এসিপি প্রদ্যুমনের মৃত্যু দেখানো হবে সিরিয়ালের এক গুরুত্বপূর্ণ পর্বে। সেই পর্বটির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে এবং শিগগিরই সম্প্রচারিত হবে।
এ খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় জল্পনা অনেকে ভুলবশত ধরে নেন যে শিবাজি সাতম হয়তো বাস্তবেই প্রয়াত হয়েছেন। তবে পরে সনি এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষ বিষয়টি পরিষ্কার করে জানায়, অভিনেতা সুস্থ রয়েছেন, তিনি কেবল অভিনয় থেকেই বিদায় নিচ্ছেন।
তাদের তরফ থেকে বলা হয়েছে "ভালোবাসার অনেক স্মৃতি রেখে গেলেন এসিপি প্রদ্যুমন। এমন ক্ষতি কখনোই ভোলার নয়।" সঙ্গে দেওয়া হয় হ্যাশট্যাগ
অভ্যন্তরীণ কিছু কারণেই নাকি শো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শিবাজি সাতম। ইতোমধ্যে প্রযোজনা সংস্থা নতুন এসিপি চরিত্রের জন্য খোঁজ শুরু করেছে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :