AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত তাহিরা, পাশে রয়েছেন আয়ুষ্মান আবার সে এসেছে ফিরিয়া


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:১৬ পিএম, ৭ এপ্রিল, ২০২৫
দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত তাহিরা, পাশে রয়েছেন আয়ুষ্মান আবার সে এসেছে ফিরিয়া

আবার ফিরে এসেছে কর্কট রোগ। স্তন ক্যানসারে দ্বিতীয় বার আক্রান্ত হলেন তাহিরা কাশ্যপ। সাত বছর আগে, ২০১৮ সালে প্রথমবার এই রোগের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন তিনি। সুস্থ হয়ে উঠেছিলেন, ছিলেন নিয়মিত পরীক্ষার আওতায়। কিন্তু ২০২৫-এ এসে জানালেন, আবারও সেই পুরনো শত্রুর আগমন ঘটেছে তার শরীরে।

সোমবার সমাজমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে নিজের বর্তমান পরিস্থিতি জানিয়েছেন তাহিরা। তিনি লেখেন, "আবার সে এসেছে ফিরিয়া।" জানিয়েছেন, দ্বিতীয় দফার লড়াইয়ের জন্যও তিনি প্রস্তুত। আগের মতো এবারেও তার পাশে আছেন স্বামী আয়ুষ্মান খুরানা। মন্তব্যে তিনি লিখেছেন, “দ্বিতীয় বারেও তোমার পাশে আছি।”

তাহিরা, যিনি পেশায় লেখক ও চলচ্চিত্র নির্মাতা, আগেও তার ক্যানসার যাত্রার প্রতিটি ধাপ খোলাখুলি ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। শুধু নিজের মানসিক জোর বাড়াতে নয় বরং অন্য রোগীদেরও অনুপ্রাণিত করতেই তার সেই সাহসী পদক্ষেপ।

এবারেও ভেঙে পড়েননি তিনি। সমাজমাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছেন “আমি দ্বিতীয় বার ক্যানসারে আক্রান্ত। গত সাত বছর ধরে নিয়মিত পরীক্ষার মধ্যে ছিলাম। তা সত্ত্বেও রোগ ফিরে এসেছে। আমি তার অস্তিত্ব টের পাচ্ছি, তবে আমিও আবার লড়াই করব।”

তার লেখায় স্পষ্ট হয়ে উঠেছে একজন যোদ্ধার মনোভাব। জীবনের কঠিন বাস্তবতা নিয়েও রয়েছে তার স্বভাবসিদ্ধ রসবোধ। তিনি লেখেন, “জীবন যখন প্রথম একটি লেবু ছুড়ে দেয়, আপনি তা দিয়ে লেমোনেড বানান। দ্বিতীয় বার ছুড়লে আপনি খাট্টা কোলা বানাবেন, যার টকমিষ্টি স্বাদ আজীবন মনে থেকে যাবে। এভাবেই জীবনের প্রতিটি পরীক্ষায় ধৈর্য ধরে উত্তরের মুখোমুখি হবো এবং এগিয়ে যাবো।”

আয়ুষ্মান-তাহিরারৃ এই সাহসিক প্রেম এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বহু মানুষের জন্য হয়ে উঠেছে প্রেরণার উৎস।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!