গায়ক শেখ সাদী অভিযোগ করেছেন, কিছু সাংবাদিক ভিউয়ের লোভে অভিনেত্রী পরীমণিকে তাদের রুটিরুজির অংশ বানিয়ে ফেলেছেন। সম্প্রতি পরীমণির বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন পিংকি আক্তার নামের এক গৃহকর্মী। এ নিয়ে ঢাকার ভাটারা থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চলছে পাল্টাপাল্টি বক্তব্য, আলোচনার কেন্দ্রে রয়েছেন পরীমণি।
এ পরিস্থিতিতে পরীমণির পাশে দাঁড়িয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও গায়ক শেখ সাদী। পিংকি আক্তারকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে সংবাদ মাধ্যমের একাংশকে কড়া ভাষায় সমালোচনা করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করে শেখ সাদী লেখেন, “একটু ভাবুন, যদি অনলাইনে আপনার ছবি দিয়ে বলা হয় আপনি একজন ধর্ষক, অথচ তার কোনো প্রমাণ নেই, ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন, তখন আপনার অবস্থাটা কী হবে ? আপনি সেটা প্রমাণ করতে পারছেন না, পোস্ট সরাতে পারছেন না। আপনার পরিবার ও প্রতিবেশীরাও এ নিয়ে আপনাকে হেয় করছে। তখন আপনি কাকে বোঝাবেন? মিডিয়ার ভিউয়ের ফাঁদে পড়ে আপনার সম্মান যদি নষ্ট হয়, আপনি কী করতে পারবেন?”
শেখ সাদী আরও বলেন, “অনেক সময় দেখা যায়, আপনি কোনো কাজ ঠিকভাবে করার পরও কেউ জেদের বশে মিথ্যা ছড়ায়। মিডিয়ার একাংশ সত্য যাচাই না করেই ভিউয়ের আশায় সে মিথ্যাকে প্রচার করে। এভাবেই পরীমণিকেও বারবার আক্রমণের শিকার হতে হচ্ছে। এটা কি ন্যায্য?”

তিনি যোগ করেন, “এখানে আমার বা সৌরভের নাম আসার প্রশ্নই ওঠে না। বিষয়টি পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরীমণিকে হেয় করার জন্য করা হয়েছে। অথচ পরী আপনাদের ভালোবাসাতেই আজ সুপারস্টার। কিন্তু সেই ভালোবাসার প্রতিদান কী? তার ব্যক্তিগত জীবনকে টেনে এনে তাকে ছোট করা! কিছু ভিউ ব্যবসায়ী সাংবাদিক ভুলে যান, পরী শুধু একজন নায়িকা নন, তিনি একজন নারী, একজন মা এবং সর্বোপরি একজন মানুষ।”
শেখ সাদী ও পরীমণির সম্পর্ক নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে। একাধিক সূত্র জানিয়েছে, তারা প্রেমের সম্পর্কে রয়েছেন। কয়েক মাস আগে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণি আত্মসমর্পণ করতে এলে তার জামিনদার হন শেখ সাদী তখন থেকেই তাদের সম্পর্ক আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :