ভারতের জনপ্রিয় সংগীত রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’এর ১৫তম সিজনের বিজয়ীর মুকুট উঠেছে এক বাঙালি কন্যার মাথায়। রোববার (৬ এপ্রিল) মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় এই সিজনের জমকালো গ্র্যান্ড ফিনালে।
এবারের আয়োজনে সেরার স্থান অধিকার করে পশ্চিমবঙ্গের ২৫ বছর বয়সী মানসী ঘোষ। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ২৫ লাখ রুপি নগদ অর্থ এবং একটি গাড়ি।
এই মৌসুমে বিচারকের আসনে ছিলেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি এবং র্যাপার বাদশা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদিত্য নারায়ণ। ফিনালেতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিকা সিং, শিল্পা শেঠি এবং রাভিনা ট্যান্ডন।
এবারের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন শুভজিৎ ঘোষ আর তৃতীয় হয়েছেন স্নেহা শঙ্কর।
বিজয়ের পর মানসী বলেন, "আমি সবসময় বাদশা স্যার এবং বিশাল স্যারের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। শ্রেয়া ম্যাম খুবই মিষ্টি, তিনি আমার পরিবেশনা নিয়ে খুঁটিনাটি মন্তব্য করতেন, যা আমার খুব ভালো লাগত। তবে বিশাল স্যার ভুলগুলো সরাসরি বলতেন আর যখনই তিনি আমার পরিবেশনা উপভোগ করতেন, তখন তিনিই প্রথম উঠে দাঁড়িয়ে করতালি দিতেন।"
তিনি আরও বলেন, এই রিয়েলিটি শো শুধুমাত্র তাকে গানের নানা দিক শেখায়নি, জীবনের অনেক কিছুও শিখিয়েছে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :