AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হররপ্রেমীদের জন্য চমক! আসছে ‍‍`ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইন‍‍`


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:৩৪ পিএম, ৮ এপ্রিল, ২০২৫
হররপ্রেমীদের জন্য চমক! আসছে ‍‍`ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইন‍‍`

দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজির নতুন সিক্যুয়েল ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইন’। ওয়ার্নার ব্রাদার্স সম্প্রতি ছবিটির অফিসিয়াল ট্রেলার উন্মোচন করেছে যা এরই মধ্যে অনলাইন দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।

নতুন সিরিজের কেন্দ্রে রয়েছে কলেজ শিক্ষার্থী "স্টেফানি লুইস" (চরিত্রে ক্যাটলিন সান্তা জুয়ানা ), যিনি একের পর এক বিভীষিকাময় দুঃস্বপ্নে পীড়িত হচ্ছেন। দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতে বাড়ি ফিরে গিয়ে সে জানতে পারে এক ভয়ংকর সত্য। তার দাদি একসময় মৃত্যুকে ফাঁকি দিয়েছিলেন। আর সেই ঘটনারই ভয়াবহ পরিণতি এখন তাদের পুরো পরিবারের ওপর নেমে এসেছে।

ট্রেলারের সবচেয়ে আলোচিত মুহূর্ত নিঃসন্দেহে কুখ্যাত "লগ ট্রাক" দৃশ্যের পুনরাবির্ভাব যা আগের সিরিজে ও দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলেছিল। নতুন গল্পে প্রথমে চরিত্ররা সেই ভয়াল দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও, ‘ফাইনাল ডেস্টিনেশন’-এর নিয়ম অনুযায়ী মৃত্যু একবার এড়ানো গেলে, তার পরিণতি হয় আরও ভয়ঙ্কর!

প্রযোজনা সংস্থার দাবি, এবারকার গল্প আগের চেয়েও অনেক বেশি ভীতিকর ও শীতল রোমাঞ্চে ভরপুর। নতুন প্রজন্মের দর্শকদের জন্য যেমন থাকবে টানটান উত্তেজনা, তেমনি পুরনো ভক্তদের জন্যও রয়েছে পুরনো সেই চেনা আতঙ্কের ছোঁয়া।

জ্যাক লিপোভস্কি ও অ্যাডাম বি স্টেইন পরিচালিত এই সিক্যুয়েলে অভিনয় করেছেন "গ্যাব্রিয়েল রোজ", "টনি টড", "রিচার্ড হারমন" সহ আরও অনেকে। ১৬ মে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

 

একুশে সংবাদ//এ.জে

Shwapno
Link copied!