বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাসভবন ‘মান্নাত’ শুধু একটি বাড়ি নয় এটি যেন কিং খানের সাম্রাজ্যের প্রতীক। মুম্বাইয়ের বান্দ্রা এলাকার হেরিটেজ স্থাপত্য হিসেবে স্বীকৃত এই বাড়িটি বিশ্বজুড়ে ভক্তদের কাছে এক বিশেষ আবেগের নাম। শাহরুখের জন্মদিন হোক বা ঈদ প্রতিটি বিশেষ মুহূর্তে হাজারো ভক্তের ভিড় জমে মান্নাতের সামনে, এক ঝলক প্রিয় তারকাকে দেখার আশায়।
তবে সম্প্রতি গুঞ্জন নয়, সত্যি হলো সপরিবারে ‘মান্নাত’ ছাড়লেন শাহরুখ। উঠলেন বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল ভাড়া বাসায়। মাসে গুনতে হচ্ছে প্রায় ২৪ লাখ রুপি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, মান্নাতে চলছে বড় পরিসরের সংস্কারকাজ। সেই কারণেই পরিবার নিয়ে আপাতত নতুন ঠিকানায় উঠেছেন কিং খান। নতুন এই অ্যাপার্টমেন্টটি চারতলা বিশিষ্ট এবং আয়তনে মান্নাতের প্রায় অর্ধেক ১০,৫০০ বর্গফুট, যেখানে মান্নাতের আয়তন প্রায় ২৭,০০০ বর্গফুট।
শাহরুখ, তার মেয়ে সুহানা খান এবং ম্যানেজার পূজা দাদলানিকে নতুন বাসায় প্রবেশ করতে দেখেছেন পাপারাজ্জিরা। জানা গেছে, সেখানে প্রায় দুই বছর থাকার পরিকল্পনা রয়েছে তার।
এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টটির মালিক বলিউড প্রযোজক বাশু ভাগনানি এবং তার সন্তান জ্যাকি ভাগনানি ও দীপশিখা দেশমুখ। শাহরুখ বর্তমানে তাদের কাছ থেকেই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন।
মান্নাত যতদিন সংস্কারের আওতায় থাকবে, ততদিন এই নতুন ঠিকানাতেই থাকবেন বলিউডের বাদশাহ।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :