বর্তমানে সুসময় পার করছেন কার্তিক আরিয়ান। একের পর এক হিট সিনেমা দিয়ে দর্শকদের ভালোবাসা কুড়াচ্ছেন। গেল বছর করণ জোহরের প্রযোজনা সংস্থা থেকে তার নতুন সিনেমার ঘোষণা আসে, যার পর থেকেই শোনা যাচ্ছে যে, ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ ছবির জন্য নাকি ৫০ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন তিনি।
সম্প্রতি পারিশ্রমিক নিয়ে একটি সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে, কার্তিক সরাসরি জবাব দেন। তিনি বলেন, “আমি কি একমাত্র অভিনেতা, যে এই পারিশ্রমিক পাচ্ছে? সমস্যা হলো, অন্যদের নিয়ে তো কেউ কথা বলছে না।”

তিনি আরও জানান, এ ধরনের গুঞ্জনে কোনো জনসংযোগ বিভাগের হাত নেই। কার্তিক বলেন, "আমার ইন্ডাস্ট্রিতে কোনো আত্মীয় বা ভালোবাসার মানুষ নেই, যারা আমার সম্পর্কে ইতিবাচক বার্তা ছড়াবেন।"
এছাড়া, গুঞ্জন সম্পর্কে আরও বলেন, "এ ধরনের খবর নিয়ে যত বেশি বিরক্ত হব, ততই বেশি ছড়ানো হবে।"
বর্তমানে কার্তিক অনুরাগ বসুর পরিচালনায় একটি নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত। যেখানে তার বিপরীতে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। এরপর তিনি করণ জোহরের প্রযোজিত ছবির কাজ শুরু করবেন।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :